
		অবশেষে চলেই গেলেন অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি। ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় বাসন্তী চ্যাটার্জি ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে পেটের ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। গত বছর তার বুকে পেসমেকার বসানো হয়।
চলতি বছরের শুরুতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভাঙেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তখন চিকিৎসকরা জানান, অভিনেত্রীর একটি কিডনিও সচল নেই। ফলে প্রতি মাসে ২০ হাজার রুপি ব্যয় ঔষুধের জন্য। তার মধ্যে পাঁজরের হাড় ভেঙে নতুন সংকট তৈরি হয়েছে।
সর্বশেষ ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে কাজ করেন বাসন্তী। এই সিরিয়ালে তার সহ-অভিনেতা ছিলেন ভাস্বর চ্যাটার্জি। ভারতীয় একটি গণমাধ্যমে তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টা নাগাদ উনার মৃত্যুর খবর পাই। আমি শুটিং সেটে থাকাকালীন খবরটা পাই।
বাসন্তী চ্যাটার্জির এক ছেলে এক মেয়ে। সবাই যার যার সংসার নিয়েই ব্যস্ত। বাসন্তী চ্যাটার্জিও আলাদা বাড়িতে একাই বসবাস করতেন। গত বছর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ছেলে-মেয়ে নন, তাকে ভর্তি করেছিলেন গাড়ি চালক। মাত্র একদিন ছেলে-মেয়েরা তাকে দেখতে গিয়েছিলেন। পরে হাসপাতালের বিল পরিশোধ করেন গাড়ি চালক মলয় চাকির। ওই সময় থেকে নিজের ছেলের মতো বাসন্তী চ্যাটার্জিকে আগলে রাখেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি।
এ অভিনেতা বলেন, মনটা খুব ভারী। তবে আমরা সকলেই মনে করছি, তিনি মুক্তি পেয়েছেন। কারণ শেষ দিকে খুব কষ্ট পাচ্ছিলেন মানুষটা। আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি বেশ কিছু সিনেমায়ও কাজ করেছেন। ইতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেন তিনি।
মন্তব্য করুন