মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রজনীকান্তের ‘কুলি’ যে কারণে আলোচনায়

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০১:০৩ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০১:০৪ পিএম

মুক্তির আগেই আলোচনায় সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘কুলি’। সিনেমাটি আগামীকাল ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তামিল ভাষার এ সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। সিনেমায় রজনীকান্তর সহশিল্পী দক্ষিণী সিনেমার আরেক বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি, আরো আছেন ক্যামিও চরিত্রে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

সবকিছু ছাপিয়ে মুক্তির আগেই রজনীকান্তের ‘কুলি’ দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। অগ্রিম টিকিট বুকিংয়েও তার প্রমাণ পাওয়া যাচ্ছে। বড় বাজেটের এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ৬৬ শতাংশ খরচ তুলে ফেলেছেন নির্মাতারা।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ সিনেমায় দেবা চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। তার চরিত্রটি রহস্যেঘেরা। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজ, রচিতা রাম, কালি ভেঙ্কট, চার্লি প্রমুখ। সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন পূজা হেগড়ে।

জানা যায়, ‘কুলি’র ক্যামিও চরিত্রের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন আমির খান; যা নিয়ে এখন চর্চা চলছে। এরই মধ্যে নতুন খবর পাওয়া গেছে, ফলে বদলে গেছে চিত্রপট। একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, রজনীকান্ত ও তার ‘কুলি’ সিনেমার টিমের প্রতি আমির খানের ভীষণ ভালোবাসা ও সম্মান রয়েছে। পুরো চিত্রনাট্য না শুনেই সিনেমাটিতে কাজ করতে সম্মতি দিয়েছিলেন আমির খান। এই ক্যামিও চরিত্র রূপায়নের মাধ্যমে তিনি এই টিমের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, এই চরিত্রের জন্য আমির খান কোনো পারিশ্রমিক নেননি। ডেকান হেরাল্ড এক প্রতিবেদনে দাবি করে, আমির খান তার ক্যামিও চরিত্রের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। রজনীকান্ত নিয়েছেন ২০০ কোটি রুপি। শুরুতে তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি নির্ধারিত ছিল, তবে অগ্রিম টিকিট বিক্রিতে অভাবনীয় সাড়া পাওয়ায় তা বাড়িয়ে দেওয়া হয়েছে।

অন্য অভিনেতাদের মধ্যে নাগার্জুনা আক্কিনেনি ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। আর শ্রুতি হাসান পেয়েছেন ৪ কোটি রুপি। ‘বাহুবলী’ সিরিজে ‘কাটাপ্পা’ চরিত্রে রূপায়নকারী অভিনেতা সত্যরাজ পেয়েছেন ৫ কোটি রুপি, কন্নড় তারকা উপেন্দ্র পেয়েছেন ৫ কোটি রুপি। পরিচালক লোকেশ কঙ্গরাজ পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি রুপি। সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন সিনেমাটির জন্য নিয়েছেন প্রায় ১৫ কোটি রুপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল