মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরের প্রয়াণ দিবস আজ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০১:০৪ পিএম

‘মাটির ময়না’ ও ‘মুক্তির গান’ খ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের প্রয়াণ দিবস আজ। ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি ও সাংবাদিক সিনেমাটোগ্রাফার মিশুক মুনীর। ‘কাগজের ফুল’ ছবির লোকেশান দেখতে মানিকগঞ্জ গিয়েছিলেন তারা।

চলচ্চিত্রকার তারেক মাসুদের জন্ম ১৯৫৬ সনে। ১৯৮৫ সনে তিনি স্বল্পদৈঘ্য চলচ্চিত্র ‘সোনার বেড়ি’ নির্মাণ করেন। ১৯৮৯ সনে চিত্রশিল্পী সুলতানকে নিয়ে এক প্রামান্যচিত্র তৈরি করেছিলেন যার নাম ‘আদম সুরত’। ১৯৭১ সালে বাংলাদেশে আসা বিদেশি সাংবাদিক লেয়ার লেভিনের ভিডিও ফুটেজ আলোর মুখ দেখে তারেক মাসুদের মাধ্যমে যার নাম ছিল ‘মুক্তির গান’ (১৯৯৫) ও মুক্তির কথা’(১৯৯৬)। তুমুল আলোচনার জন্ম দেয় এই দুই ঐতিহাসিক দলিল।

এরপর তিনি নির্মাণ করেন ‘মাটির ময়না’ যা কান চলচ্চিত্র উৎসবে ‘ফিপরেস্কি’ পুরস্কার জিতে নেয় এবং অস্কারের জন্য মনোনয়ন পায়। তারেক মাসুদ ‘অন্তর্যাত্রা’ ও ‘রানওয়ে’ নামেও দুটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।

২০২২ সালে তারেক মাসুদ ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী তনয় মিশুক মুনীরকে মরনোত্তর একুশে পদক দেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল