মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রাম চরিত্রে রণবীরের অভিনয় নিয়ে সন্দিহান মুকেশ খান্না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০২:৫৬ পিএম

নীতেশ তিওয়ারি পরিচালিত প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ১’ এর টিজার প্রকাশ পেয়েছে গত ৩ জুলাই। ছবির ভিজ্যুয়াল এফেক্টস এবং মূল চরিত্রগুলোর উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করেছে। তবে ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর এর অভিনয় নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন প্রবীণ অভিনেতা মুকেশ খান্না।

বি.আর. চোপড়ার ‘মহাভারত’ এর ভীষ্ম এবং ‘শক্তিমান’ চরিত্রের জন্য সুপরিচিত মুকেশ খান্না, রণবীর কাপুরের রাম চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এক সাক্ষাৎকারে মুকেশ খান্না বলেন- তিনি ‘রামায়ণ: পার্ট ১’ এর টিজারের একটি প্রতিক্রিয়া ভিডিও তৈরি করতে যাচ্ছিলেন যেখানে রাম চরিত্রে রণবীর কাপুরকে গাছ থেকে নামতে এবং তীর চালাতে দেখা যায়। কিন্তু তার দল তাকে জানায় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি, আসল শট নয়।

তিনি আরও বলেন- ‘যদি রামকে একজন যোদ্ধা হিসেবে দেখানো হয়, তবে মানুষ তা মেনে নেবে না। রাম ছিলেন ‘মর্যাদা পুরুষোত্তম’। কৃষ্ণ বা অর্জুন তীর চালাতে বা গাছে চড়তে পারেন, কিন্তু রাম তা করবেন না। যদি রাম নিজেকে যোদ্ধা হিসেবে দেখাতেন তাহলে তিনি কখনোই বানরদের সাহায্য চাইতেন না’।

মুকেশ খান্নার মতে- রণবীরের ‘অ্যানিমাল’ এর মতো ছবির একটি নির্দিষ্ট ইমেজ রয়েছে যা রামের মতো পবিত্র চরিত্রের সঙ্গে মানানসই নাও হতে পারে। রণবীর ভালো অভিনেতা, কিন্তু তার পেছনে ‘অ্যানিমাল’ এর ইমেজ রয়েছে। আমি জানি না সে ‘মর্যাদা পুরুষোত্তম’ রামের ইমেজ ফুটিয়ে তুলতে পারবে কি না’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল