
		বলিউডের আলোচিত দম্পতি দীপিকা পাড়ুকোন-রণবীর। গত বছর ৮ সেপ্টেম্বর মা-বাবা হয়েছেন তারা। এদিন তাদের ঘর আলো করে আসে কন্যা দুয়া। তার পর থেকেই মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন দীপিকা। তবে ভক্তদের জন্য আনন্দের খবর, ফের কাজে ফিরছে এই বলিউড অভিনেত্রী। কিন্তু কার সিনেমা দিয়ে অভিনয়ে ফিরছেন এই সুন্দরী?
জানা গেছে এর আগে পরিচালক সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ সিনেমায় অভিনয় করার কথা ছিল দীপিকার। কিন্তু অভিনেত্রী শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি কাজ করবেন না তিনি। এমনকি নির্দিষ্ট পারিশ্রমিকও জানিয়ে দিয়েছিলেন। সেই নিয়ে পরিচালকের সঙ্গে মতানৈক্যের জেরে সিনেমা থেকে বাদ পড়তে হয় অভিনেত্রীকে। এর পরেই বলিপাড়ায় সমালোচনা-আলোচনার ঝড় ওঠে। তবে এ দীর্ঘ বিরতি শেষে এবার কার সিনেমা হাতে নিয়ে কাজে ফিরছেন দীপিকা?
গণমাধ্যম সূত্রে জানা গেছে, অ্যাটলি পরিচালিত সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন। তার বিপরীতে আছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। প্রাথমিকভাবে এ সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘এএ২২এক্সএ৬’। দীপিকাকে কত দিন শুটিং করতে হবে, সেসব নাকি ইতোমধ্যে ঠিক করা হয়েছে।
আগামী নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু করবেন দীপিকা। ১০০ দিন শুটিং করবেন অভিনেত্রী। এ সিনেমায় নাকি বেশ কিছু চমক থাকবে। লড়াইয়ের দৃশ্যেও দেখা যাবে দুয়ার মাকে। আল্লু ও দীপিকা ছাড়াও রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরও অভিনয় করবেন এ সিনেমায়।
মন্তব্য করুন