মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

দীর্ঘ বিরতির পর ফিরছেন ইমরান খান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১২:৫৮ পিএম
ইমরান খান
ইমরান খান

প্রায় ১০ বছর পর বলিউডের এক সময়ের সম্ভাবণাময় অভিনেতা ইমরান খান চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তার শেষ ছবি ছিল ‘কাট্টি বাট্টি’ (২০১৫)। ইমরান তার প্রথম ছবি ‘জানে তু ইয়া জানে না’ (২০০৮) দিয়ে দারুণভাবে ক্যারিয়ার শুরু করেছিলেন।

এরপর তিনি বেশ কয়েকটি চমৎকার ছবি উপহার দিলেও কিছুদিন পরই সিনেমা থেকে বিরতি নেন। কিন্তু নেটিজেনরা তাকে চাইছেন তিনি আবার চলচ্চিত্রে ফিরে আসবেন এবং তার চলচ্চিত্রগুলোকে আবার তাদের বিনোদন দেবে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে ইমরান তার ফিরে আসার পেছনের কারণ জানান। তিনি বলেন, ‘আমি থ্রেডসে একটি পোস্ট করেছিলাম কিন্তু কেউ দেখেনি। তাই আমি সেই থ্রেডসের পোস্টটির একটি স্ক্রিনশট নিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করি। ইনস্টাগ্রামে পোস্ট করার পরই সাড়া পাই’।

ইমরান বলেন- ‘আমার বন্ধুরা আমাকে প্রায়ই আমার ছবি নিয়ে তৈরি হওয়া মিম এবং পোস্টগুলো পাঠাতো। আমি এমন একটি পোস্ট দেখেছিলাম যেখানে লেখা ছিল ‘এই ছেলেটা যখন রোম-কম করত, জীবনটা ভালো ছিল’। মানুষের এই ভালোবাসা আমাকে উৎসাহিত করেছে’।

মানুষের এই ভালোবাসাই আমাকে আবার সিনেমাতে ফিরে আসার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আমি অনুভব করেছি যে আমাকে তাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল