
		আলোচিত ও সমালোচিত অনন্ত জলিল। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তেমন একটা সাফল্যের মুখ দেখেনি। মাঝখানে নিজের প্রযোজনার বাইরে গিয়ে অন্য প্রযোজকের সিনেমাতে অভিনয় করেও দর্শকমহলে আগের সেই দাপট ফিরিয়ে আনতে ব্যর্থ হন। এসব কারণে দর্শক ও চলচ্চিত্রমহলের অনেকেই ধারণা করছিলেন সিনেমা থেকে দূরে সরে যাচ্ছেন এই নায়ক।
এবার সেই ধারণাকেই স্পষ্ট করে তুললেন অনন্ত জলিল। গণমাধ্যমকে তিনি জানালেন, হাতে যে কয়টা কাজ আছে শেষ করে হয়ত চলচ্চিত্র ছেড়ে দেবেন, বাচ্চারা ইসলামিক লেখাপড়া করে। তার বাবা-মা সিনেমা করে এমনটা ভালো দেখায় না। অনন্ত জলিল আরও জানান,তার ছেলেদের তিনি পড়াতে চান,মদিনায়।
এ অভিনেতা বলেন, ‘বর্ষার কথা হচ্ছে আমাদের হাতে যে দুই তিনটা মুভি আছে, সেগুলো শেষ করে তারপরে দেখা যাবে। আমার দুইটা ছেলে আছে জানেন। আমার বড় ছেলে এখন ৮ পারা কোরআনে হাফেজ, আলহামদুলিল্লাহ। ছোট ছেলেও কোরআন রিডিং খতম করেছে, দ্বিতীয়বার পড়ছে। ওদের একজনের সাড়ে ৭ বছর, আরেকজনের সাড়ে ১০ বছর। যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাবো। একটা সময়ে মদিনাতে পড়াশোনা করবো।’
অনন্ত জলিল বলেন, ‘আমার দুই ছেলে মানারাতে পড়ে। যেহেতু ওখানে ইংলিশ মিডিয়ামের সঙ্গে সঙ্গে ধর্মীয় পড়াশোনা হয়, ওরা কিন্তু জোহরের নামাজের পর ছুটি দিয়ে দেয়। এই যে একটা ইসলামিক শিক্ষা। ওরা বাসায় আসার পর ওদের টিচার আসে। এরপর ওরা মাদ্রাসায় চলে যায়। ওরা আমাদের চেয়ে বেশি বিজি।’
বর্ষার সিনেমা ছেড়ে দেওয়া প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, যেহেতু ওরা ইসলামিক লাইন ও জেনারেল লাইনে পড়াশোনা করে, ওর আম্মু সিনেমা করবে, এটা ওদের ভাল লাগবে না। ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার কাজ সত্তর ভাগ শেষ হয়ে গেছে বলে জানালেন এই অভিনেতা। ছবিটি শিগগির মুক্তির প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন