মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নতুন লুকে আলোচনায় সুহানা খান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:১১ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১২:১৩ পিএম

বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান মাঝে মধ্যেই আলোচনায় থাকেন। সম্প্রতি নতুন লুকে ধরা দিয়ে আবার আলোচনায় এসেছেন তিনি। গণমাধ্যম জানায় সম্প্রতি একটি অনুষ্ঠানে হলুদ রঙে ঝলমলে উজ্জ্বল সাজে হাজির হয়েছিলেন সুহানা। সেখানে দেখা যায়, চোখে গাঢ় মাশকারা, ঠোঁটে নুড গ্লস, চুল বাঁধা টাইট পোনি; পরনে ফুল স্লিভ কোটি ও শর্টস; যেন একেবারেই নতুন লুকে ধরা দেন শাহরুখকন্যা।

এমন একটি ঝলমলে পোশাকের একটি ছবি সামাজিকনমাধ্যমে পোস্ট করেন সুহানা। সেই পোস্টের ব্যাকগ্রাউন্ডে ভাই আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্যা ব্যাডস অফ বলিউড’- এর গান ‘বাদলি সি হাওয়া হ্যা’ বাজছিল। সেই ছবির ক্যাপশনে শাহরুখকন্যা সুহানা লিখেছেন ‘সং অ্যান্ড মাশকারা অন রিপিট’। সুহানা খানের নতুন স্টাইলিশ পোস্ট ঘিরে মুহূর্তেই নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। আর তাতে বাড়তি মাত্রা যোগ করেছেন স্বয়ং শাহরুখ খান। ইনস্টাগ্রামে বাদশাহর নজরকাড়া কমেন্ট। লিখেছেন ইয়েহ বাদলি বাদলি সি, বাট সেম সেম প্রেটি। আর মেয়ের ছবিতে বাবার মিষ্টি মন্তব্য মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

প্রসঙ্গত সুহানা খানের ২০২৩ সালের ডিসেম্বরে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে নেটফ্লিক্সে অভিষেক হয়েছিল। এবার বড়পর্দায় বাবার সঙ্গেই অভিষেক হচ্ছে অভিনেত্রীর। কিং খানের সঙ্গে তিনি আসছেন ‘কিং’ সিনেমায়। ‘কিং’ সিনেমাটি শুরুতেই পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ। পরে ‘কিং’-এর দায়িত্ব পান সিদ্ধার্থ আনন্দ। আর সিনেমায় অভিনয়ে আছেন বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মা প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল