
		অস্কার ২০২৬ এর জন্য সুইডেন তাদের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে পরিচালক তারিক সালেহের রাজনৈতিক থ্রিলার ‘ঈগলস অফ দ্য রিপাবলিক’ কে মনোনীত করেছে। কান চলচ্চিত্র উৎসবে এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এবার এটি অস্কারের মঞ্চে সুইডেনের প্রতিনিধিত্ব করবে।
‘ঈগলস অফ দ্য রিপাবলিক’ তারিক সালেহের বিখ্যাত ‘কায়রো ট্রিলজি’-র তৃতীয় এবং শেষ ছবি। এর আগের দুটি ছবি ‘দ্য নাইল হিলটন ইনসিডেন্ট’ (২০১৭) এবং ‘কায়রো কন্সপেরেসি’ (২০২২)। এর মধ্যে ‘কায়রো কন্সপেরেসি’ ছবিটিও অস্কারের শর্টলিস্টে জায়গা করে নিয়েছিল, তবে চূড়ান্ত মনোনয়ন পায়নি।
‘ঈগলস অফ দ্য রিপাবলিক’ মিশরের শক্তিশালী এবং আকর্ষণীয় চলচ্চিত্র শিল্পকে কেন্দ্র করে নির্মিত। গল্পে দেখা যায় একজন তারকা অভিনেতা ক্ষমতা, দুর্নীতি এবং অপপ্রচারের এক জটিল জালে জড়িয়ে পড়েন। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারেস ফারেস, লিনা খুদরি এবং জিনেব ত্রিকি।
কান চলচ্চিত্র উৎসবের মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ছবিটি প্রথম প্রদর্শিত হয় এবং সমালোচকদের প্রশংসা অর্জন করে। এরপর এটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং স্টকহোম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে।
উল্লেখ্য, সুইডেন এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক অস্কার জিতেছে, যার সবগুলোই কিংবদন্তী পরিচালক ইঙ্গমার বার্গম্যানের হাত ধরে। সর্বশেষ জয়টি এসেছিল ১৯৮২ সালে তাঁর পরিচালিত ‘ফ্যানি অ্যান্ড আলেকজান্ডার’ ছবির জন্য। এখন দেখার বিষয় তারিক সালেহের এই ছবিটি সুইডেনের চতুর্থ অস্কার এনে দিতে পারে কিনা। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি আগামী বছরের ১৫ই মার্চ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন