মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আসছে আশীষ দেব রায়ের একাধিক নতুন গান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০২:৫৮ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৯:৫৩ এএম

দেশের স্বনামধন্য গীতিকবি ও সুরকার আশীষ দেবরায়। তার লেখা এবং সুর করা গান মাঝে মধ্যেই বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রকাশ হয়। সেই ধারাবাহিকতায় অচিরেই আরো একাধিক নতুন এবং মৌলিক গান প্রকাশ হতে যাচ্ছে ।

জানা গেছে আশীষ দেবরায়ের লেখা ও সুর করা ‘দুরের গল্প’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিচ্ছেন এই প্রজন্মের শিল্পী শ্রাবন্তী। গানের সঙ্গীতায়োজন করছেন শান সায়েক। আর গানের চিত্রায়নে মডেল হিসেবে কাজ করবে তরুণ উদীয়মান মডেল মনা মন্ডল। জানা গেছে আগামী সেপ্টেম্বরে নতুন এই গানটি তৈরি হবে। এরপর শিগগিরই গীতিকবি ও সুরকার আশীষ দেবরায়ের ইউটিউব চানেলে প্রকাশ হবে । নতুন এই গানটি প্রকাশের কথা জানিয়েছে আশীষ দেবরায়।

এছাড়া সাজিয়া সুলতানা পুতুলের কণ্ঠে সৈয়দ রেজা আলীর সঙ্গীতায়োজনে আরো একটি গান অচিরেই প্রকাশ হতে যাচ্ছে। আশীষ দেব রায়ের লেখা এবং সুর করা এই গানের চিত্রয়ানে মডেল হয়েছেন ইফশিতা শবনম। এছাড়া মডেল ইফশিতা শবনমও শিল্পী ঝিলিকের নতুন একটি গানের কাজের কথা জানিয়েছেন। এই গান ছাড়াও আশীষ দেবরায় রচিত আরো একাধিক নতুন মৌলিক গান অচিরেই প্রকাশ হতে যাচ্ছে।

সামাজিক মাধ্যমে আরো একটি খবর জানিয়ে আশীষ দেব রায় লেখেন ‘আমাদের চিকিৎসা জগতের একজন অত্যন্ত পরিচিত মুখ ডাক্তার শাকিরা নোভা একজন স্বনামধন্য চিকিৎসক। এ ছাড়াও তার অন্য একটি পরিচয় তিনি একজন কণ্ঠশিল্পী। বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় তার গানগুলো বেশ সমাদৃত। আগামীতে প্রকাশিতব্য আমার গানগুলোতে তাকে কণ্ঠশিল্পী হিসেবে পাবো, এটা আমাদের প্রত্যাশা । তার জন্য আমার লেখা এবং সুর করা গান তৈরি করছেন আমাদের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক শান শায়েক ভাই, বাংলা গানের সাথেই থাকবেন সবাই । সবার প্রতি রইল শুভেচ্ছা।

শুধু তাই নয় আশীষ দেবরায় রচিত উল্লেখযোগ্য সংখ্যক নতুন মৌলিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশে বিদেশে প্রকাশ হয়েছে। নতুন এই মৌলিক গানগুলোর মাধ্যমে গীতিকার ও সুরকার হিসেবে বেশ প্রশংসিত হয়েছেন সিলেটের শ্রীমঙ্গলের সন্তান আশীষ দেবরায়। তিনি নিজেও একজন কণ্ঠশিল্পী। আশীষ দেবরায় আট শতাধিক গানের গীতিকার হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

সঙ্গীত চর্চার পাশাপাশি একজন শিক্ষানুরাগী হিসেবেও প্রশংসিত আশীষ দেবরায়। আশীষ দেবরায় রচিত এবং সুর করা গানগুলোর শিল্পী ছিলেন সাজিয়া সুলতানা পুতুল, দিনাত জাহান মুন্নী, শান সায়েক, ঝিলিক, চৈতি মুৎসুদ্দী, ইউসুফ আহমেদ খান, পূজা, অবন্তী সিথি, জেরিন তুবা, রাজা বশির, মাজেদুর মানিক, শারমিন কেয়া, সাদিয়া বেনজিরসহ আরো অনেকে। এইসব শিল্পীদের গাওয়া গানগুলো প্রকাশের পর গীতিকার এবং সুরকার হিসেবে প্রশংসিত হয়েছেন আশীষ দেব রায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল