
		দেশীয় সঙ্গীত পরিবারে যন্ত্রশিল্পী হিসেবে সাফল্যের পর একজন কণ্ঠযোদ্ধা হিসেবেও বেশ পরিচিতি পেয়েছেন এই প্রজন্মের শিল্পী জয়। ব্যতিক্রমী কণ্ঠের কারণে ইতোমধ্যে বেশ পরিচিতি পেয়েছেন তিনি। বেশ কিছু মৌলিক গান প্রকাশ হয়েছে তার। নিয়মিতভাবেই নতুন নতুন গান প্রকাশ প্রকাশ করেন এ শিল্পী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি সাউন্ড বিডি’র ব্যানারে মুক্তি পেয়েছে শিল্পী জয়ের নতুন গান ‘মামলা দেবো’।
জয়ের জন্য ‘মামলা দেবো’ গানটির কথা লিখেছেন তরুণ সিং, সুর করেছেন কে সানু এবং মিউজিক করেছেন তরিক আল ইসলাম।গানটির ভিডিও নির্মাণ করেছেন প্রতীক গীতিকার, যিনি গানটির স্টুডিও পরিবেশনাতেও সঙ্গে যুক্ত ছিলেন।
নতুন গানটি প্রসঙ্গে জয় বলেন, এটি একটি টিম ধাঁচের কথার গান। গানটি আমার নিজেরও খুব পছন্দের এবং অনেক ভালোবাসা থেকে কাজটি করা। আশা করি, শ্রোতাদের কাছেও গানটি জনপ্রিয়তা পাবে। গানে কণ্ঠের কাজটি নিয়ে উচ্চাশা প্রকাশ করেছেন জয় এবং শ্রোতাদের ভালো লাগবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত এর আগে শিল্পী জয়ের ‘ধোঁয়াশা’ শিরোনামের মৌলিক গানটিও শ্রোতাদের মনে জয় করে। সেই সফলতার ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে এলেন ‘মামলা দেবো’। জয় বিশ্বাস করেন, এই গান তার ভক্ত-শ্রোতাদের ভালোবাসায় আরও অনন্য উচ্চতায় পৌঁছাতে সহায়তা করবে।
মন্তব্য করুন