মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

২০২৭ সালে আসছে ‘সুপারম্যান: ম্যান অফ টুমরো’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ এএম
সুপারম্যান
সুপারম্যান

জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ এর সিনেমার সিক্যুয়েল নিয়ে অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো। এই বছর গ্রীষ্মে বিশ্বজুড়ে ৬১১ মিলিয়নের বেশি আয় করে বক্স অফিস কাঁপিয়েছিল ‘সুপারম্যান’। এই সাফল্যের পর থেকেই ভক্তদের মধ্যে পরের পর্ব নিয়ে কৌতুহল ছিল। এবার সেই কৌতুহলের অবসান ঘটিয়ে জেমস গান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘সুপারম্যান’ এর পরবর্তী চলচ্চিত্রের নাম হবে ‘সুপারম্যান: ম্যান অফ টুমরো’ এবং এটি ২০২৭ সালের ৯ জুলাই মুক্তি পাবে।

জেমস গান শুধু সিনেমার নাম আর মুক্তির তারিখ ঘোষণা করেননি, একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতও দিয়েছেন। তিনি তার পোস্টে কমিক বই থেকে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে সুপারম্যানকে লেক্স লুথরের ‘ওয়ারস্যুট’ এর পাশে দেখা যাচ্ছে। এই ছবিটি স্পষ্টত বলে দিচ্ছে সিনেমার গল্পে লেক্স লুথরের চরিত্রটি আরও বড় ভূমিকা পালন করবে। কমিক্সে লুথর এই বিশেষ স্যুটটি তৈরি করে সুপারম্যানের ক্ষমতার সঙ্গে পাল্লা দিতে। মনে করা হচ্ছে প্রথম ছবিতে সুপারম্যানের ক্লোন ব্যবহার করে লুথর ব্যর্থ হওয়ার পর এবার সে নিজেই সরাসরি মাঠে নামবে।

ওয়ার্নার ব্রোস ডিসকভারি এর সিইও ডেভিড জ্যাভ আগেই ঘোষণা করেছিলেন জেমস গান ‘সুপারম্যান’ এর এই সফল সিক্যুয়েল এর জন্য আবারও লেখক এবং পরিচালক হিসেবে ফিরবেন।

এই নতুন ঘোষণার পর সুপারম্যান ভক্তদের মধ্যে আগ্রহ আরও বেড়েছে। তারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ডিসি ইউনিভার্সের পরবর্তী অধ্যায়ের জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল