মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শিল্পকলায় বটতলার ‘খনা’ নাটকের ৯৩তম প্রদর্শনী  

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম

আবারও ‘খনা’ নাটকের মঞ্চায়ন করতে যাচ্ছে নাট্য সংগঠন বটতলা। সংগঠনটি জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আগামী ৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭-৩০ মিনিটে ‘খনা’ নাটকের বিশেষ প্রদর্শনী হবে। এদিন নাটকটির ৯৩তম মঞ্চায়ন হবে, আর এ প্রদর্শীতে শিক্ষার্থীদের জন্য টিকেটে ৫০% ছাড় দেয়া হবে।

ঢাকার মঞ্চে বহুল প্রশংসিত প্রযোজনা ‘খনা’, নাটকটি রচনা করেছেন সামিনা লুৎফা নিত্রা, নির্দেশনা দিয়েছেন মোহাম্মাদ আলী হায়দার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সামনিা লুৎফা নিত্রা, কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, মোহাম্মদ আলী হায়দার, তৌফিক হাসান, শেউতি শাহগুফতা, কামারুজ্জামান সাঈদ, হাফিজা আক্তার ঝুমা, চন্দন পাল, আবদুল কাদের, লায়েকা বশীর, পলাশ নাথ, সানজিদা ইয়াসমীন, সুমিত তিওয়ারি, বাকেরুল ইসলাম, রেওয়াজ, সৃষ্টি, শাহাদাত ও অন্যান্য।

নাটকের মঞ্চ ও আলো আবু দাউদ আশরাফী সঙ্গীত ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদিন রাখাল, পোশাক- তাহমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান, প্রপ্স হুমায়রা আখতার কোরিওগ্রাফি- নাসিরুদ্দিন নাদিম ও মোহাম্মাদ রাফী।

‘খনা’ নাটকের কাহিনীতে দেখা যায় এক বিদুষী খনা যার অন্য নাম লীলাবতী। তার গল্পটা অনেক পুরনো, কিংবদন্তীর ঘেরাটোপে বন্দী। তবু যেটুকুর তল খুঁজে পাওয়া যায় তাতে বোধ হয় যে তিনি এক বিদুষী জ্যোতিষী, স্বামী মিহিরও একই বৃত্তিধারী।শ্বশুর যশস্বী জ্যোতিষী বরাহ মিহির। পুত্রজায়ার যশ, খ্যাতি ও বিদ্যার প্রভাব সন্দর্শনে বরাহের হীনমন্যতা ও ঈর্ষা। পুরুষের এই ঈর্ষাটুকু বোঝা ততটা কঠিন নয়। কঠিন থাকেওনি।

শ্বশুরের নির্দেশে লীলাবতীর জিহবা কর্তন ও তার খনা হয়ে ওঠার গল্প পেরিয়েছে প্রজন্মের সীমানা। তাই একবিংশ শতকেও হাতরে বেড়ানো খনার বচন। এ নাটকের কাহিনী এগিয়েছে চন্দ্রকেতু গড়কে কেন্দ্র করে,-যেখানে আজো আছে খনা-মিহিরের ঢিবি। লঙ্কাদ্বীপ থেকে খনা মিহিরকে সঙ্গে করে পৌঁছে দেন তার পিতা বরাহ মিহিরের কাছে। বরাহ মিহির বালহণ্ডার দেউলানগর বা দেউলনগরের রাজা ধর্মকেতুর রাজজ্যোতিষী।

পুত্র মিহিরের জন্মকোষ্ঠী ভুল গণনা করে তাকে ভাসিয়েছিলেন বিদ্যাধরীর জলে। সেই মিহিরকে নিয়ে খনা হাজির হন বরাহের সামনে, ভুল প্রমান করেন বরাহের গণনা। ধর্মকেতুর রাজসভায় পরিচিত হন মিহির ও লীলাবতী। রাজসভাসদ পদও লাভ করেন। বরাহ মেনে নিতে পারেন না পুত্রবধুর এই উত্থান। অন্যদিকে খনা নতুন দেশের নতুন মানুষদের সাথে মেশেন বাধনহারা। প্রশ্ন হয়ে দাঁড়ান শাসককুলের সামনে। লেখ্য ভাষাহীন প্রাকৃত বর্বরদের কৃষি সংক্রান্ত জ্ঞানকাণ্ডের বিকাশে গেঁথে চলেন বচনের পর বচন, যা বেঁচে আছে আজো কৃষকের মুখে। লীলার অবাধ্যতায় ক্রুদ্ধ বরাহ পুত্রকে আদেশ করেন খনার জিহ্বা কর্তন করে তাঁকে উৎসর্গ করতে।

‘খনা’র বচনের মাঝে টিকে থাকা শত বছরের আগের জল, মাটি, ফসল আর মানুষের গন্ধ মাখা জ্ঞান আর সত্যটুকু কি সত্যি লীলাবতীর? নাকি এ সত্য-তথ্য সবই এ ভূখণ্ডের বৃষ্টি জল হাওয়ার সাথে মিশে থাকা যুগান্তরের সামষ্টিক জ্ঞানের সংকলন? লীলাবতী শুধুই কি একজন নারী বলে তার পরিণয় নির্মম, নাকি তিনি নারী হয়ে মিশেছিলেন চাষাভুষোর সনে, সেই তার কাল। পুরুষতন্ত্র না শ্রেণী কাঠামো, নাকি উভয় দাঁড়ায় লীলাবতীর বিপ্রতীপে? মিহির বা প্রাকৃত লোকালয় কারোর পরোয়া না করা জীবন ত্যাগী নেশার ঘোর তাকে নিয়ে যায় দিগন্তের ওপার।খনার সত্য শুধু থেকে যায় কৃষকের মুখে। তবু প্রশ্ন থাকে, খনার সত্যই কি একক সত্য? নাকি আজকে নির্ভুল যা কাল তা হতে পারে অসত্য? শুধু সত্য এর পক্ষে দাঁড়ানোর যে মৃত্যুনেশা তাঁর, সে নেশা কি এক রোখা জেদ? খনা নিজেই নিজেকে করেন সম্মুখীন প্রশ্নের।

নারী প্রশ্নে, সমতার প্রশ্নে, শ্রেণির প্রশ্নে ক্ষমতাকাঠামোর নানান সমীকরণের নিবিড় ও বহুমাত্রিক পাঠের প্রস্তাবনা নিয়ে খনা এমনই মঞ্চকৃতি যা এই সময়ের কথাই বলে দূর অতীতের ইশারাসমেত। আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহিদ মিনারে সহস্র সাধারণের সামনে প্রথম মঞ্চায়ন থেকে শুরু করে গত ৯২ টি প্রদর্শনীতে খনা দেশে-বিদেশে অসংখ্য দর্শকের অভিনন্দন ও শংসায় ঋদ্ধ হয়েছে। পরীক্ষণ থিয়েটার হলে খনা’ নাটকের ৯৩তম প্রদর্শনীতে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বটতলা।

প্রসঙ্গত, নাট্য সংগঠন বটতলা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। বিগত ২৭ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ৫ সেপ্টেম্বর তারিখে নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বটতলা তার বহুমাত্রিক সাংস্কৃতিক কর্মকান্ড অব্যহত রেখেছে। সেই ধারাবাহিকতায় মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত বটতলা’র নন্দিত নাট্য প্রযোজনা ‘খনা’র ৯৩তম মঞ্চায়ন হবে ৮ সেপ্টেম্বর সোমবারে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র পরীক্ষণ থিয়েটার হলে। বটতলা বিশ্বাস করে বরাবরের মতই বটতলা’র এই শিল্পযাত্রায় দর্শকরা তাদের সাথে থাকবেন।

নাটক দেখতে আগ্রহীদের জন্য টিকেট বুকিং লিংক: https://bottala.com/ticket

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল