মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

২০২৭ সালে আসছে ‘কৃষ ৪’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ এএম
রাকেশ ও হৃত্বিক
রাকেশ ও হৃত্বিক

বলিউডের জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’ এর চতুর্থ পর্ব নিয়ে বড় ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান ‘কৃষ ৪’ এর কাজ পুরোদমে চলছে এবং ছবিটি ২০২৭ সালে মুক্তি পাবে।

রাকেশ রোশন বলেন- ছবির চিত্রনাট্য তৈরি করতে খুব বেশি সময় লাগেনি। মূল চ্যালেঞ্জ ছিল ছবির বাজেট নির্ধারণ করা। এখন বাজেট চূড়ান্ত হয়ে যাওয়ায় ছবির কাজ শুরু করা হচ্ছে। জানা গেছে আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ছবির শুটিং শুরু হবে। এর কারণ এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ অনেক বিস্তৃত।

রাকেশ রোশনের মতে ২০২৬ সালের শেষ পর্যন্ত ছবির শুটিং চলবে। ছবিটি ২০২৭ সালে দর্শকদের সামনে আনার পরিকল্পনা করা হয়েছে।এই ফ্র্যাঞ্চাইজির প্রথম তিনটি ছবি ‘কোয়ি মিল গায়া (২০০৩)’, ‘কৃষ (২০০৬)’ এবং ‘কৃষ ৩ (২০১৩)’ সবগুলোই রাকেশ রোশন পরিচালনা করেছিলেন।

তবে এবার এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন তার ছেলে ও অভিনেতা হৃত্বিক রোশন। এটি তার পরিচালনায় প্রথম ছবি। এটি যশ রাজ ফিল্মস এবং ফিল্মক্র্যাফেটর প্রথম যৌথ প্রযোজনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল