
		ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর তাঁর কর্মজীবনের অন্যতম সফল ছবি ‘রঙ্গিলা’র ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ পোস্ট করে অনুরাগীদের নস্টালজিক করে তুলেছেন। রাম গোপাল ভার্মা পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালের ৮ সেপ্টেম্বর। ছবিটির ৩০ বছর পূর্তি উপলক্ষে উর্মিলা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে ছবির বিখ্যাত টাইটেল ট্র্যাকের সাথে নাচতে দেখা গেছে। পাশাপাশি তিনি ছবিটি এবং তার অভিনয় জীবনের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে একটি আবেগঘন বার্তাও লিখেছেন।
পোস্টে উর্মিলা ‘রঙ্গিলা’কে কেবল একটি চলচ্চিত্র হিসেবে নয় বরং আনন্দ, স্বপ্ন, আশা, ভালোবাসা, আবেগ, এবং সর্বোপরি জীবনের এক উদযাপন হিসেবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন- ‘রঙ্গিলা আমার কাছে শুধু একটি সিনেমা নয়, এটি এমন এক অনুভূতি যা গভীর আনন্দ, আশা, স্বপ্ন, উচ্চাকাঙ্খা, সৌন্দর্য, উদ্যম, স্নেহ, প্রশংসা, ভালোবাসা, আকাঙ্খা, সংগ্রাম এবং বিজয় এক কথায় জীবনের এক বিরাট উদযাপন’।
উর্মিলা নিজেকে একজন ‘নিষ্পাপ মেয়ে, যে রূপালি পর্দায় পা রেখেছিল’ হিসেবে উল্লেখ করে, ‘মিলি’ চরিত্রে তার অভিনয়কে এতো বছর ধরে ভালোবাসা এবং গ্রহণ করার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।
তিনি লিখেছেন- ‘আমাকে আপনাদের জীবনের অংশ করে তোলার জন্য, এত ভালোবাসা দিয়ে আলিঙ্গন করার জন্য এবং এমন এক জায়গায় স্থান দেওয়ার জন্য ধন্যবাদ, যা খুব কম মানুষই স্বপ্ন দেখতে পারে’। তার এই আবেগঘন পোস্টটি শেষ হয় প্রেম, জীবন আর হাসির প্রতি টোস্ট জানিয়ে। ‘প্রেম, জীবন আর হাসির জয় হোক!!! হো জা রঙ্গিলা রে’।
উর্মিলার এই পোস্টটি প্রকাশের পরপরই অসংখ্য ভক্তের ভালোবাসা ও প্রশংসার বন্যায় ভেসে যায়।
১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘রঙ্গিলা’ হিন্দি সিনেমার ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। ছবিটির সাবলীল গল্প, এ আর রহমানের মন মুগ্ধ করা গান, এবং অভিনেত্রী উর্মিলার অসাধারণ অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। এই ছবিতে উর্মিলার সঙ্গে আমির খান এবং জ্যাকি শ্রফও অভিনয় করেছিলেন। ছবিটি এখনও বলিউড সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে।
মন্তব্য করুন