মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

হঠাৎ দেখা মিলল ফেরদৌসের, সাথে মৌসুমী-ঋতুপর্ণা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সরকার পতনের প্রায় এক বছর পর হঠাৎ প্রকাশ্যে এসেছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। নির্বাচনের পর এক বছরও সংসদ সদস্য হিসেবে থাকা হয়ে ওঠেনি তার। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়ী হন। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ সমর্থিত তারকারা গা ঢাকা দেওয়ার পাশাপাশি অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। খোঁজ পাওয়া যাচ্ছিল না দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ফেরদৌসেরও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে মৌসুমী ও ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তসহ দেখা গেছে তাকে। তবে দেশে নয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ধারণ করা হয়েছে ভিডিওটি।ভিডিওতে ফেরদৌস জানান, এই প্রথমবার তারা একসঙ্গে নিউইর্য়কে গেছেন। তার বক্তব্য, এই দুই মহান নায়িকার সম্বন্ধে অনেক কিছুই বলা যায়, আমরা তিনজন প্রচুর কাজ করেছি। আমরা তিনজন শুধুমাত্র একটা সিনেমায় (ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’) একসঙ্গে কাজ করেছি।

এ সময় ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা বলেন, ‘আমার তিনজন অনেকবার ট্রাই করেছি একসঙ্গে আসার জন্য। তবে হয়ে উঠেনি। নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে তাদের, এমনটা জানান সেখানে।ভিডিওটিতে এই তিন তারকাকেই বেশ আনন্দোচ্ছল দেখাচ্ছিল। তবে ভিডিওটির সঠিক প্রকামকাল নিয়ে সন্দেহ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল