
		দেশের তুমুল সাড়া জাগানো অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ প্রায় দুই দশক পর আবারও শুরু হচ্ছে। ৫ সেপ্টেম্বর এতে আবেদনের শেষ সময় থাকলেও আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিটিভি কর্তৃপক্ষ। ফলে আঞ্চলিক অডিশনের তারিখও কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।
দেশের বিনোদন জগতের অনেক শিল্পীই প্রতিষ্ঠা পেয়েছেন দেশের প্রথম টিভিভিত্তিক প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো-এর মাধ্যমে। প্রায় দুই দশক পর আবারও শুরু হচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতা। এবার বেড়েছে আবেদনের সময়সীমা।
আঞ্চলিক অডিশনের তারিখ পরবর্তীতে বিটিভির বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাছাড়া বিটিভির সম্প্রচার এবং www.btv.gov.bd ওয়েবসাইটে এ-সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে। আগ্রহী প্রার্থীরা নতুন কুঁড়ি-২০২৫ ব্যানারে ক্লিক করে অথবা সরাসরি বিটিভির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ও রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। ইতিমধ্যে যারা আবেদন করেছেন, তারাও ডাউনলোড মেন্যু থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন।
এছাড়া যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালীন ০১৩৩২-১২৫১৩৭ এবং ০১৩৩২-১২৫১৩৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এর আগে বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছিল, এ প্রতিযোগিতার জন্য পুরো দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই চলবে। সেখান থেকে বিজয়ীরা অংশ নেবে বিভাগীয় বাছাই পর্বে। তারপর অনুষ্ঠানটির চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/ আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও হামদ-নাত এই ৯টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১ এর নিচে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ‘নতুন কুঁড়ি’র ফাইনাল প্রতিযোগিতা ২ নভেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন