
		জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এ গত দুই সিজনে অনুপস্থিত ছিল তৌসিফ মাহবুব অভিনীত ‘নেহাল’ চরিত্রটি। জনপ্রিয় বিশেষ এ চরিত্রটিকে পর্দায় ফিরে পাওয়ার ইচ্ছা পোষণ করেছেন দর্শকরা। এবারের নতুন মৌসুমে ফিরছে নাটকটির পুরনো চরিত্র নেহাল। গতকাল ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। মাঝখানে কিছু ব্যক্তিগত কারণ ও পরিচালকের সঙ্গে দূরত্বের কারণে ‘ব্যাচেলর পয়েন্টে’ না থাকলেও তাদের সেই দূরত্ব মিটেছে বলে জানান তৌসিফ।
বাংলা টেলিভিশনে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে ধারাবাহিকটি। দেখতে দেখতে নাটকটির চারটি সিজনের সফল প্রচার হয়ে গেছে। এবার ‘ব্যাচেলর পয়েন্ট-৫’ ফিরে এসেছে দর্শকের মাঝে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটি।
ইতোমধ্যেই এবারের সিজনের ২৪টি পর্ব প্রচারিত হয়েছে। এযাবৎ তৌসিফ অনুপস্থিত থাকলেও দর্শকের ভালোবাসা ও চাহিদার কারণে আবার নেহালকে দেখা যাবে পরবর্তী পর্বগুলোতে। তৌসিফ বলেন, ‘দর্শক সর্বদা চান নেহাল চরিত্রটি ফিরে আসুক। তাই আমি আনন্দিত যে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মাধ্যমে আবারও দর্শক আমাকে দেখতে পাবেন।
নাট্যনির্মাতা কাজল আরিফিন অমি এ প্রসঙ্গে বলেন, ‘বাস্তব জীবনের মতোই হয়তো ভবিষ্যতে আবার তাদের দেখা মিলবে একসঙ্গে। তৌসিফের এই প্রত্যাবর্তন দর্শকদের জন্য সুখবর। এখন দেখা যাক, নেহালের ফিরে আসার গল্প কিভাবে এগোয়। এ আয়োজনে তৌসিফ মাহবুবসহ উপস্থিত ছিলেন কাজল আরেফিন অমি, বঙ্গের চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান মঞ্জুসহ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্য শিল্পীরা।
সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বুম ফিল্মের ইউটিউবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ দেখা যাচ্ছে। এছাড়া প্রতিমাসের দ্বিতীয় বৃহস্পতিবার বঙ্গের ওটিটি প্ল্যার্টফমে একসঙ্গে আটপর্ব করে দেখা যাবে।
মন্তব্য করুন