মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

হার না মানা ‘নন্দিনী’ মুক্তি পেল আজ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

প্রায় ছয় বছর আটকে থাকার পর অবশেষে আশার আলো দেখছে ‘নন্দিনী’। এবছরের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে এলো সিনেমাটি। জানা গেছে আজ ১২ সেপ্টেম্বর শুক্রবার ২৬টি হলে মুক্তি পেয়েছে ‘নন্দিনী’। নির্মাতা শোয়াইবুর রহমান রাসেল পরিচালিত প্রথম সিনেমা এটি। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঢাকার নাজিরা মৌ। ‌‌‘নন্দিনী’ দিয়েই সিনেমাজগতে অভিষেক মৌয়ের।

নিয়তির যুদ্ধে হার না-মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে গড়ে উঠেছে ‘নন্দিনী’র কাহিনি। পরিতোষ বাড়ৈর উপন্যাস ‘নরক নন্দিনী’ অবলম্বনে নির্মিত সিনেমাটির শুটিং ২০১৯ সালের শেষ দিকে শুরু হলেও করোনা মহামারি ও অন্যান্য প্রতিবন্ধকতায় এর মুক্তি বারবার পিছিয়ে যায় । ২০২৩ সালেই সেন্সর ছাড়পত্র পায়। তারপর গত দুই বছরে একের পর এক ঘোষণা শোনা গেলেও সিনেমাটি আর মুক্তি পায়নি। শেষে গত বছরের আগস্টে মুক্তির কথা থাকলেও, সেসময় বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হলে ফের পিছিয়ে যায়। এবার সব জটিলতা কাটিয়ে আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

ইন্দ্রনীল-নাজিরা মৌ ছাড়া সিনেমায় আরও আছেন ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহর প্রমুখ। নয়নতারা লিমিটেডের ব্যানারে নন্দিনী প্রযোজনা করেছেন মো. ইমাম হাসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল