মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কানাডায় গুলিকাণ্ডের পর এবার মুম্বাইয়ে হুমকির মুখে কপিল শর্মা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম

উপস্থাপকের নামেই পরিচালিত ‘দ্যা কপিল শর্মা শো’ দীর্ঘদিন ধরে একটি টিভি শো হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করে। কপিলের ব্যাক্তিজীবনে এটি এনে দেয় অভাবনীয় সাফল্য। তারই সূত্র ধরে নেটফ্লিক্সে 'কমেডি নাইটস উইথ কপিল' চালু হয়ে ইতিমধ্যে তা তৃতীয় সিজনে পদার্পন করেছে। কিন্তু দুর্ভাগ্য যেন তার পিছুই ছাড়ছেনা।

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও উপস্থাপক কপিল শর্মা একমাস যেতে না যেতেই আবার হুমকির মুখে পড়েছে মুম্বাই শহরে। যদিও আগের হুমকিদাতা গোষ্ঠীটি ছিল খলিস্তানি, এবারে হুমকি এসেছে মহারাষ্ট্রের একটি কট্টরপন্থী রাজনৈতিক দল থেকে।

কপিল তার অনুষ্ঠানে মুম্বাই শহরকে ‘বোম্বে’ বা ‘বম্বাই’ বলে সম্বোধন করেছেন, এমন অভিযোগ জানায় ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ (এমএনএস)। আবার যদি কপিল মুম্বাইয়ের নাম বিকৃত করেন, তাহলে তার শো বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে তারা।

এমএনএসের মুখপাত্র অমেয় খোপকার দাবি তোলেন, কপিল শর্মা ইচ্ছাকৃতভাবে মুম্বাইয়ের নাম বিকৃত করছেন। তাদের প্রশ্ন, চেন্নাই, বেঙ্গালুরু বা কলকাতার নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারলে মুম্বাইয়ের ক্ষেত্রে কেন এই সমস্যা? এই আচরণকে তারা ‘মুম্বাইকে অপমান’ বলে মনে করছেন। এখানকার মানুষরা তাকে ভীষণ ভালোবাসে। যে শহরের মানুষরা তাকে আপন করে নিয়েছে সেই শহরকে এইভাবে অপমান করে কী করে?

গত আগস্টেই কানাডায় তার বিলাসবহুল ক্যাফেতে একাধিকবার হামলা চালায় খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা। তাকে কানাডায় ব্যবসা বন্ধ করে মুম্বাই ফিরে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। কপিল শর্মার পক্ষ থেকে এখনো এই হুমকির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল