মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঝড় তুলেছে জাপানি অ্যানিমে ‘ডেমন শ্লেয়ার ইনফিনিটি ক্যাসেল’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ এএম
ডেমন শ্লেয়ার ইনফিনিটি ক্যাসেল
ডেমন শ্লেয়ার ইনফিনিটি ক্যাসেল

সেপ্টেম্বর মাসের বক্স অফিস একেবারে সরগরম করে দিয়েছে জাপানি অ্যানিমে ফিল্ম ‘ডেমন শ্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা - দ্য মুভি ইনফিনিটি ক্যাসেল’। উত্তর আমেরিকায় মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি রেকর্ড পরিমাণ আয় করতে চলেছে।

হলিউড সংশ্লিষ্ট বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত শুক্রবার ৩৩ মিলিয়ন ডলার আয়ের পর, যার মধ্যে প্রিভিউ থেকেই এসেছে ১১.৪ মিলিয়ন ডলার, ছবিটি সপ্তাহ শেষে ৫৬ থেকে ৬৫ মিলিয়ন ডলার আয় করবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে এটি উত্তর আমেরিকার বক্স অফিসে সর্বকালের সেরা অ্যানিমে ওপেনিংয়ের রেকর্ড গড়তে চলেছে।

খ্যাতনামা অ্যানিমেশন স্টুডিও ইউফোতেবল এর তৈরি এই ছবিটি জনপ্রিয় ‘ডেমন শ্লেয়ার’ সিরিজের চূড়ান্ত যুদ্ধের তিন পর্বের প্রথম অংশ। জাপানে জুলাই মাসে মুক্তি পাওয়ার পর থেকেই এটি দারুণ সাফল্য পেয়েছিল। বিশ্বজুড়ে ছবিটি ইতিমধ্যে প্রায় ২৮০ মিলিয়ন ডলার আয় করেছে।

হারুও সোতোজাকি পরিচালিত এই ছবিতে জনপ্রিয় মাঙ্গা সিরিজের শেষ পর্বটি ফুটিয়ে তোলা হয়েছে। মুখ্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন নাটসুকি হানা (তানজিরো), আকারি কিতো (নেজুকো), হিরো শিমোনো (জেনিতসু) এবং ইয়োশিৎসুগু মাতসুওকা (ইনসুক)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল