
		মাটি ও মানুষের সুর নিয়ে যিনি বছরের পর বছর ধরে গান গেয়ে এসেছেন লোকজ সংগীতের এক অনন্য নাম কুদ্দুস বয়াতি। সাম্প্রতিক সময় সামাজিকমাধ্যমেও বেশ সরব তিনি। বিনোদনমূলক ভিডিও, জীবনমুখী বার্তা আর মজার ছলে বলা কথার মাধ্যমে নেটিজেনদের কাছে নতুন রূপে তারকা খ্যাতি পেয়েছেন।
আজ ১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস। দিবসটি পালনের জন্য বিশেষ কোনো অনুষ্ঠান নেই। তবুও সামাজিকমাধ্যমে নানা রকমের হাস্যরস পোস্টের মাধ্যমে দিবস উদাযাপিত হচ্ছে। বাঁশ দিবসেও কুদ্দুস বয়াতি মজার ছলে একটি পোস্টে প্রকাশ করেছেন। যেখানে দেখা যায়, বাঁশের একটি খণ্ডাংশ হাত চারটি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘আজ বাঁশ দিবস, যারা বাঁশ দিয়েছ এবং যারা বাঁশ নিয়েছ সবাইকে বাঁশ দিবসের শুভেচ্ছা।’ গায়কের পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গে নানা মন্তব্য করেছেন তার অনুরাগীরা।
মন্তব্য করুন