মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নতুন গান নিয়ে আসছে ‘উইকেড: ফর গুড’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম

বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘উইকেড: ফর গুড’ এর সাউন্ডট্র্যাক অ্যালবামটি ছবির মুক্তির দিন (২১ নভেম্বর) বাজারে আসছে। রিপাবলিক রেকর্ডস এবং ভার্ভ রেকর্ডস গতকাল সকালে এই ঘোষণা দিয়েছে। এটি স্টেজ মিউজিক্যালের দ্বিতীয় অ্যাক্টকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এবং এতে তিনটি নতুন গান যুক্ত করা হয়েছে।

অস্কার জয়ী সুরকার ও গীতিকার স্টিফেন শোয়ার্টজ দুটি নতুন গান লিখেছেন: সিনথিয়া এরিভো’র কণ্ঠে ‘নো প্লেস লাইক হোম’ এবং আরিয়ানা গ্র্যান্ডে’র কণ্ঠে ‘দ্য গার্ল ইন দ্য বাবল’। এছাড়াও, মূল ব্রডওয়ে মিউজিক্যালের একটি গান ‘দ্য উইকেড উইচ অফ দ্য ইস্ট’ প্রথমবারের মতো সাউন্ডট্র্যাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গানটি গেয়েছেন মারিসা বোডে, এরিভো এবং ইথান শ্লেটার।

স্টিফেন শোয়ার্টজ এক বিবৃতিতে জানিয়েছেন- তিনি নতুন গানগুলো নিয়ে অত্যন্ত আনন্দিত। তার মতে দীর্ঘদিনের ভক্তদের পাশাপাশি নতুন শ্রোতারাও এতে নতুন কিছু আবিষ্কার করতে পারবেন। এই অ্যালবামে ‘থ্যাংক গুডনেস’, ‘নো গুড ডিড’ এবং ‘ফর গুড’ এর মতো জনপ্রিয় গানগুলোও থাকছে।

ছবিটির দ্বিতীয় অংশে এলফাবা ও গ্লিন্ডার মধ্যকার সম্পর্ক এবং এলফাবার ‘উইকেড উইচ অফ দ্য ওয়েস্ট’ এ রূপান্তরিত হওয়ার গল্প দেখানো হবে। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘উইকেড’ ছবির প্রথম পর্বের সাফল্যের পর এই সাউন্ডট্র্যাকের আগমন ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে।

এটি সিডি, ডাবল ভিনাইল, পিকচার ডিস্ক এবং ডিজিটাল ফরম্যাটে পাওয়া যাবে। বর্তমানে এর প্রি-অর্ডার শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল