মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

এবার শাকিব খানের সঙ্গে হানিয়া আমির!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ এএম

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। এই খবর ইতোমধ্যে জেনে গেছেন নেটিজেনরা। সানসিল্কের আমন্ত্রণে অভিনেত্রী যে ঢাকায় আসছেন সেটাও জানা হয়ে গেছে অনেকের। আর এও জানা হয়ে গেছে যে একটি সাধারণ ভিডিও বানিয়েই যে কেউ হানিয়া আমিরের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন। তাহলে নতুন খবর কি।

নতুন খবর হলো ইতোমধ্যে চাউর হয়ে গিয়েছে, যে সময়টাতে হানিয়া আমির ঢাকায় আসছেন, সেই সময়ে ঢালিউড কিং শাকিব খানও যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরছেন। এই ঘটনায় দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই। এমন ধারণাও করছেন কেউ কেউ যে এবার হানিয়ার সঙ্গে সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আসলে ঘটনা কি সত্যি? আসলেই তাই।

শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-তে নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। সিনেমার সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, হানিয়া ঢাকায় আসছেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। তবে সেই সফরেই সিনেমার জন্য তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হতে পারে। সবকিছু ঠিক থাকলে আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই।

এর আগে নায়িকা হিসেবে কলকাতার ইধিকা পাল ও তানজিন তিশার নাম শোনা গেলেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে হানিয়া আমির। জানা গেছে, প্রযোজক-পরিচালক ইতোমধ্যেই শাকিব খানের কাছ থেকে তার বিষয়ে সম্মতি পেয়েছেন। তবে শুধু হানিয়াই নন, এই সিনেমায় মোট তিন নায়িকা থাকবেন। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, সিনেমার দুটি চরিত্র হবে প্রাধান্যপূর্ণ, আরেকজন নতুন মুখকে দেখা যাবে ফ্রেশ লুকে। দর্শক তাই একসঙ্গে দুই পরিচিত তারকা এবং এক নতুন মুখের সমন্বয় পাবেন।

‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছেন শিরিন সুলতানা (ক্রিয়েটিভ ল্যান্ড), সঙ্গে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও। গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি পাবে।

এদিকে ঢাকা সফর প্রসঙ্গে হানিয়া আমির বলেন, আমি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে থাকছে ছোট্ট একটা সারপ্রাইজ’। সেই সারপ্রাইজ যে সিনেমায় অভিনয় তা বলাই বাহুল্য। যদি তাই হয় তবে তো বাংলাদেশের সিনেমার দর্শকদের বেশ ভালো একটি খবর হবে, কারণ বাংলাদেশও তুমুল জনপ্রিয় হানিয়া আমির। অভিনয় থেকে স্টাইল, সবখানেই তাকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা দেখা যায়।

১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন অভিনেত্রী হানিয়া আমির। তিনি খুব অল্প সময়েই প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। হানিয়া আমিরকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেন থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা বেশ সরব।

‘জনান’ সিনেমার মাধ্যমে ২০১৬ সালে বড় পর্দায় অভিষেক হয় হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন এ অভিনেত্রী। ‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে পাকিস্তানি অভিনেত্রীর। সিনেমাটি পাকিস্তানেও বেশ সাফল্য পেয়েছেন। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয় সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন হানিয়া।

অভিনয়ের পাশাপাশি গানও গেয়ে থাকে হানিয়া। এছাড়া পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া। ধারাবাহিকের প্রতি পর্বের জন্য প্রায় তিন লাখ রুপি পারিশ্রমিক পান তিনি। জনপ্রিয়তা বাড়তে থাকায় পারিশ্রমিকও বেড়েছে তার। বর্তমানে চার লাখ রুপি পারিশ্রমিক নেন হানিয়া। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। ২৮ বছর বয়সি এ অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক কোটি ৩৫ লাখের বেশি।

‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে হানিয়ার রসায়ন উপভোগের জন্য মুখিয়ে আছেন দর্শক, যদি সত্যি তারা সিনেমায় যুক্ত হোন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল