মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আবারও বিয়ের পিড়িতে শবনম ফারিয়া

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ এএম

আবারও বিয়ের পিড়িতে বসেছেন মিষ্টি মেয়ে শবনম ফারিয়া। ইতোমধ্যে এ খবর অনেকই জেনে ফেলেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর ঢাকার অদূরে পূর্বাচলে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় ঘরোয়া বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। একটি পাঁচ তারকা হোটেলে দারুণ আভিজাত্যপূর্ণ আনষ্ঠানিকতার মধ্যদিয়ে বিয়ের ফটোসেশন করেছেন এই নব দম্পতি। শবনম ফারিয়া বিয়েতে পরেছেন অফ হোয়াইট ভারী কাজের শারারা, সঙ্গে সোনার গলাজোড়া গয়না। আর আর স্বামী একই রঙের পাঞ্জাবী-পাজামা ও কোটি। দু’জনের হাতেই বাগদানের আঙটি।

বিয়ের আনুষ্ঠানিকতা সেরে মসজিদে উপস্থিত সবাইকে অভিনেত্রী খেজুর খাইয়েছেন।

ফারিয়া জানালেন, একেবারেই হঠাৎ সিদ্ধান্ত সীমিত উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। তিনি বলেন, বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল ও আতঙ্কের চেয়ে কিছু কম নয়। মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়। ফারিয়ার পাত্রের নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

শবনম ফারিয়া ক্যারিয়ারের শুরু করেছিলেন মডেল হিসেবে। এরপর জনপ্রিয়তা নিয়ে পা রাখেন অভিনয়ে। একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে পান দর্শকপ্রিয়তা।

শবনম ফারিয়া ২০১৯ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। তবে ভালোবেসে করা সেই বিয়ে টিকেছিল মাত্র এক বছর ৯ মাস। ওই সময় বিচ্ছেদের তিক্ততার কথা তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন। এছাড়া প্রথম সংসার ভাঙনের পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। তবে সে পুরোনো অধ্যায় নিয়ে কোনোদিন মুখ খোলেননি এই অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল