মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ফিলিস্তিনি পতাকা হাতে তৌসিফের ২১ কিমি ম্যারাথন জয়

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম

জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব কোভিড-১৯ পরবর্তী শারীরিক চ্যালেঞ্জ অতিক্রম করে ‘হাফ ম্যারাথন ২০২৫’-এ ২১ কিলোমিটার দৌড়ে সফলভাবে অংশগ্রহণ করেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর হাতিরঝিলে অ্যাক্টিভ প্লাস বাংলাদেশ আয়োজিত ‘হাফ ম্যারাথন ২০২৫’-এ তিনি কয়েক হাজার দৌড়বিদের সঙ্গে অংশ নিয়েছিলেন। দৌড় শেষে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘মানুষ চাইলে কি না পারে! সীমাবদ্ধতা শুধু আমাদের মনের ভেতরেই থাকে। ২১ কিলো শেষ করলাম! কোনো কিছুই অসম্ভব নয়— সীমা শুধু আমাদের মাথাতেই থাকে। ২১ কি.মি. স্ট্রঙার!’

তার পোস্টে বোঝা যায়, এত দীর্ঘ দৌড় একসময় তার কাছে অসম্ভব মনে হলেও অবশেষে তিনি তা জয় করেছেন। ভক্তরাও তার এই অর্জনে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

ম্যারাথন চলাকালীন ফিলিস্তিনের পতাকা হাতে নেওয়া প্রসঙ্গে তৌসিফ বলেন, “ম্যারাথনের মাঝপথে দেখি, একজন ভাই (দৌড়বিদ) ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দৌড়াচ্ছেন। সেটা দেখে আমি খুব অনুপ্রাণিত হই এবং তার কাছে অনুরোধ করি পতাকাটা দেওয়ার জন্য।”

সেই পতাকাটি নিয়েই তিনি পুরো ২১ কিলোমিটার দৌড় শেষ করেন; যা ভক্তদের দৃষ্টি কেড়েছে সবচেয়ে বেশি।

সম্প্রতি অভিনয়েও বেশ সরব তিনি। নির্মাতা ভিকি জাহেদের ওয়েবফিল্ম ‘খোয়াবনামা’-তে তানজিন তিশার বিপরীতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

ওটিটিতে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি এবার ম্যারাথন জয় আর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ তাকে নতুনভাবে আলোচনায় এনেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল