
		বিভিন্ন নাটক সিনেমা আর টেলিফিল্মে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছেন নৃত্যশিল্পী অভিনেত্রী। নাটকে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নিজের অভিনয় প্রতিভা চিনিয়ে ইতোমধ্যে আলোচনায় এই নৃত্যশিল্পী। সম্প্রতি আবার আলোচনায় তিনি। বলছি ‘সখ’ এর কথা।
‘সখ’ এর পুরো নাম সাদিকা মালিহা সখ’। অভিনয় আর নৃত্যর মাধ্যমে নতুন নতুন অনুষ্ঠানে অংশ নিয়ে থাকলেও এবার দুর্গাপূজা উপলক্ষে একটি ফটোশুটে অংশ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। কারণ ওই ফটোশুটে ভিন্ন আঙ্গিকে ধরা দিয়েছেন সখ। ফটোশুটে দেখা যায় আলো-আঁধারির ভেতর ঝলমল করে উঠল এক নতুন সাজ। পোশাক আর সৌন্দর্যের সঙ্গে মিশে তৈরি হলো উৎসবের এক বিশেষ আবহ। রেইন মিউজিকের সহযোগিতায় ওই ফটোগ্রাফিতে ছিলেন কাজী কাইয়্যুম মন্টু। আর অঙ্গসজ্জায় সহযোগিতা করেছেন সানজিদ। সম্প্রতি রমনা কালী মন্দিরের এ ফটোশুট করা হয় বলে জানান সখ।
সখ জানান, বিভিন্ন সাজে নিজেকে দেখতে সত্যি বেশ ভালো লাগে। তারই ধারাবাহিকতায় এই ফটোশুট করা। তাছাড়া পূজার ফটোশুটের অভিজ্ঞতাও আমার কাছে দারুণ। এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
বলে রাখা ভালো শিশুশিল্পী হিসেবে মিডিয়ায় যাত্রা শুরু করা সাদিকা মালিহা সখ এখন পূর্ণাঙ্গ অভিনেত্রী ও নৃত্যশিল্পী। বর্তমানে এটিএন বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সিনেমার মানুষ' নাটকে নিয়মিত অভিনয় করছেন। নাটকটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিক । এছাড়া শিগগির বেশ কিছু ওয়েব সিরিজ ও নাটকের শুটিং শুরু হবে। পাশাপাশি সখ স্বনামধন্য বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন সখ।
বিভিন্ন টেলিভিশনে তার অভিনিত নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘ডিবি’, ‘মুখোশ আঁধারের গল্প’, ‘ভোক্তা অধিকার’, ‘ডেট এক্সপায়ার’, ‘স্মৃতির আলপনা আঁকি’, ‘জবা’, ‘দেনাপাওনা’, ‘জল্লাদ’, ‘কাইজার’, ‘হৃদমাজারে’, ‘সোনালী রঙের কষ্ট’, ‘মাছ’, ‘বালিঘর’, ‘নাইটগার্ড’ অন্যতম।
এছাড়া বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন সখ। এর মধ্যে রয়েছে ‘দুঃসাহসী খোকা’, ‘জ্বলে জলে তারা’, ‘বাংলার হারকিউলিকস্’ প্রভৃতি।
                    
মন্তব্য করুন