মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
প্রাক্তন স্ত্রীর অভিযোগ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে খেতে দিতেন না কুমার শানু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু রোমান্টিক গানের জন্য বাংলাদেশেও ভিষণ জনপ্রিয়। সম্প্রতি এ গায়কের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। গর্ভাবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি রান্নাঘরে তালা দিয়ে রাখার অভিযোগ জানান এক সাম্প্রতিক সাক্ষাৎকারে।

কুমার শানু ও রীতার বিয়ে হয় ১৯৮৪ সালে। তাদের তিন সন্তান রয়েছে। এ দাম্পত্য জীবন সুখের হয়নি তার। ১৯৯৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

গর্ভাবস্থায় তার ওপর বেঁধে দেওয়া হয় নানা ধরনের বিধিনিষেধ। রীতার কথায়, ‘ওরা যখন বাইরে বের হতো, রান্নাঘরে তালা দিয়ে দিতো। তখন আমি ভাত খাওয়ার জন্য বৌদির কাছে যেতাম। আমি নিজেই একটু চাল কিনে রেখেছিলাম। বৌদির রান্নাঘরে গিয়ে রেঁধে নিতাম, তারপরে খেতে পারতাম। এমনকি আমার সন্তানদের দুধ বন্ধ করে দেওয়া হয়েছিল, শিশুর চিকিৎসকের টাকা দেওয়া হবে না বলেছিলেন তাঁরা।’

‘আশিকি’ (১৯৯০)-এর আকাশছোঁয়া সাফল্যের পর প্রতিপত্তি বাড়তেই নাকি হঠাৎ আচরণ বদলে যায় কুমার শানুর। ফিল্ম উইন্ডোকে দেওয়া সাক্ষাৎকারে রিতা জানান, শানুর গায়কি জীবনের সাফল্যে তিনি বড় ভূমিকা রেখেছিলেন। তাঁর ভাষায়, ‘গায়ক হিসেবে শানু দুর্দান্ত, কিন্তু মানুষ হিসেবে তাঁর কথা যত কম বলা যায়, ততই ভালো। কখনোই উচ্চাভিলাষী ছিলেন না। আমি তাঁকে ঠেলে এগিয়ে দিয়েছি।’

মুম্বাইয়ে প্রথম জীবনের দুঃসময়ও রিতা স্মৃতিচারণা করেন। ‘আমাদের কাছে তখন কোনো টাকা ছিল না, যাতায়াতের ব্যবস্থাও ছিল না। শানু লুঙ্গি পরে ঘুরতেন। তিনি আজও মিথ্যা বলেন যে তাঁর পরিবার তাঁকে মুম্বাই পাঠিয়েছিল। আসলে আমরা মাটিতে পাখা ছাড়া ঘুমাতাম। আমি তাঁকে লড়াই করতে রাস্তায় ঠেলে দিতাম,’ বলেন তিনি।

রীতা দাবি করেন, কুমার শানু খুব নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং স্ত্রীকে বাড়ির বাইরে যেতে দিতেন না। তিনি আরও প্রকাশ করেছিলেন গায়কের বোন তার নিজের স্বামী-সন্তান ছেড়ে ভাইয়ের সংসারে পড়ে থাকত। শুধু তাই নয়, কুমার শানুর সাথে একই ঘরে ঘুমাত তার বোন, অন্যদিকে বাচ্চাদের সাথে অন্য ঘরে ঘুমাতেন রীতা।

সবচেয়ে কঠিন সময়ের কথা বলতে গিয়ে রিতা জানান, তৃতীয়বার গর্ভবতী থাকা অবস্থায় তিনি অকথ্য নির্যাতনের শিকার হন। তাঁর ভাষ্যে, ‘আমার বাবা যখন মারা যান, তখন জান আমার গর্ভে। নির্যাতনের সীমা ছাড়ানো হয়েছিল। সেই সময়েই শানু আদালতে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেন। গর্ভাবস্থায় স্ত্রীকে আদালতে টেনে নেওয়া! এদিকে তাঁর অন্য সম্পর্ক নিয়েও প্রমাণ বেরোয়।’

তাঁর অন্তঃসত্ত্বা থাকাকালীন একটি বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল কুমার শানুর। কিছুদিন আগেই এই খ্যাতনামা গায়কের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন কুনিকা সদানন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল