
		বিয়ের কোন খবর পাওয়া না গেলেও শিগগিরই বাবা হতে চান বলিউড ভাইজান সালমান খান। টুইঙ্কল খান্না ও কাজলের এক অনুষ্ঠানে হাজির হয়ে এমনি ইচ্ছা পোষণ করেন সালমান। জানা যায় সম্প্রতি প্রচার হওয়া এক অনুষ্ঠানে সালমান খান ও আমির খান উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করেন দু’জন।
অনুষ্ঠানে আমির জানান, প্রথম দিকে তিনি সালমান খানকে বাঁকা চোখে দেখতেন। ‘অন্দাজ অপনা অপনা’ সিনেমার সময় থেকে বন্ধুত্ব হতে শুরু করে। আমির জানান, তাঁর যখন রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে, সেই সময় থেকে সালমানের সঙ্গে বন্ধুত্ব আরও গাঢ় হতে শুরু করে।
অনুষ্ঠানে নিজের অতীতের সম্পর্ক নিয়েও কথা বলেন সালমান। তিনি বলেন, সম্পর্কে যখন একজন সঙ্গী আর একজনের চেয়ে বেশি এগিয়ে যায়, তখনই সমস্যার শুরু হয়। সেখান থেকেই নিরাপত্তাহীনতা জায়গা করে নেয় সম্পর্কে। তাই দু’জনের একসঙ্গে উন্নতি করা খুব জরুরি।
সালমানের সঙ্গে বন্ধুত্ব নিয়ে আমির বলেন, আমার তখন রিনার সঙ্গে বিচ্ছেদ হয়েছিল। তোমার মনে আছে সালমান? তুমি একদিন আমার বাড়িতে নৈশভোজ করতে এসেছিলে। সেখান থেকেই আমাদের গভীর বন্ধুত্ব শুরু হয়েছিল।
নিজের অতীতের সম্পর্ক নিয়ে সালমান আমিরকে উত্তর দেন, আরে ভাই, সম্পর্ক জমেনি! আর কী করা যাবে! কাউকে যদি দোষ দিতেই হয়, তা হলে আমাকে দোষ দেওয়াই ভাল।
প্রসঙ্গত একাধিক সম্পর্কে জড়িয়েছেন। স্থায়ী হয়নি কোনটাই। কিন্তু বাবা হওয়ার স্বপ্ন দেখেন সালমান। বয়স ছুঁয়েছে ৬০, কিন্তু এখনও বিয়ে করেননি সালমান খান। তবে তাঁর বাবা হওয়ার ইচ্ছা কখনোই কমেনি। একবার তিনি এই প্রসঙ্গে বলেছিলেন, বাবা হওয়ার পরিকল্পনা তো আমার ছিল। তবে সেটা স্ত্রীর পরিকল্পনাও নয়, বরং সন্তানের পরিকল্পনা ছিল আমার। তবে তিনি জানিয়ে দিয়েছেন যে আইনি বাধার কারণে তিনি সন্তান গ্রহণ করতে পারছেন না। সালমান বলেন, ভারতীয় আইনের কারণে আমি চাইলেও বাবা হতে পারব না।
সালমান যদিও বিয়ে করেননি। একা পুরুষ, তাই আইনি বাধার কারণে সন্তান নেওয়া তাঁর জন্য কঠিন। তবে সালমান এ প্রসঙ্গে করণ জোহরের উদাহরণ টেনে বলেছিলেন, আমি চেষ্টা করিনি এমনটা নয়। তবে করণের ক্ষেত্রে সেই আইন এখন বোধহয় পরিবর্তিত হয়েছে। করণ জোহর যেমন সারোগেসির মাধ্যমে সন্তান পেয়েছেন, সালমান মনে করেন সেই আইন এখন হয়তো বদলেছে। সালমান আরও বলেন, আমি বাচ্চা খুব ভালোবাসি, তবে বাচ্চা এলে মা-ও চলে আসবে। আমাদের বাড়িতে তো মায়ের অভাব নেই।
প্রসঙ্গত, সালমানের সঙ্গে সঙ্গীতা বিজলানির সঙ্গে তাঁর বিয়ে প্রায় ঠিক ছিল। বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিল বিয়ের কার্ডও। তবে বিয়ের ঠিক মাস খানেক আগে সেই বিয়ে ভেঙে দেন সালমান খান। এরপর কখনও ঐশ্বর্য রাই বচ্চন আবার কখনও বা ক্যাটরিনা কাইফ-তাঁর প্রেমিকার সংখ্যার শেষ নেই। তবে শেষমেশ কোনও সম্পর্কই পরিণতি পায়নি। এই মুহূর্তে সিঙ্গলই রয়েছেন তিনি। বিয়েরও পরিকল্পনা নেই বলেই দাবি তাঁর।
                    
মন্তব্য করুন