মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যে কারণে ফের আলোচনায় অভিনেতা শিমুল খান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পিএম

মেধাবী অভিনেতা শিমুল খান। বেশ কিছু সিনেমায় খল চরিত্রে অভিনয় করে যথেষ্ঠ সম্ভাবনা জাগিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় সিনেমার ক্যারিয়ারে এক যুগ পার করলেন তিনি। অভিনয় ক্যারিয়ারে অর্ধশতাধিক সিনেমায় অভিনয় করেছেন শিমুল খান। এসব সিনেমায় অভিনয় করে নিজের শিল্প প্রতিভার জানান দিয়েছেন তিনি। কাজ করেছেন টিভি নাটকেও। বিভিন্ন কাজের স্বীকৃতি হিসেবে অসংখ্য পুরস্কার পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে এক্ষেত্রে অনেকটােই বিমুখ ছিলেন এই অভিনেতা। তিনি সবসময় এসব থেকে নিজেকে দুরে সরিয়ে রেখেছিলেন। সম্প্রতি 'ট্র্যাব এক্সিলেন্ট এ্যাওয়ার্ড ২০২৫' নামের একটি সম্মাননা গ্রহণ করেছেন তিনি। এর মাধ্যমে নতুন করে ফের আলোচনায় শিমুল খান।

জানা যায় জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ মিলনায়তনে গত ২০ সেপ্টেম্বর আয়োজন করা হয় 'টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র‍্যাব)' এর ২৫ তম আসর 'ট্র‍্যাব এক্সিলেন্ট এ্যাওয়ার্ড-২০২৫’। এতে অভিনেতা মোশাররফ করিম এবং চিত্রনায়িকা তানহা তাসনিয়াকে সম্মাননা দেয়া হয়। সেখানে অভিনেতা শিমুল খানকে সেরা খল অভিনেতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'ডার্ক ওয়ার্ল্ড' সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তাকে সম্মাননা দেয়া হয়।

এ প্রসঙ্গে শিমুল খান বলেন, 'ট্র‍্যাব এক্সিলেন্ট এ্যাওয়ার্ড' খুবই মর্যাদাপূর্ণ পুরস্কার। মনোনীত হবার পর থেকেই পুরস্কারটি নেয়ার জন্য আমি অপেক্ষায় ছিলাম। কৃতজ্ঞতা এবং ভালবাসা টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র‍্যাব) কে।

এদিকে দূর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে শিমুল খান অভিনীত সিনেমা 'স্বপ্নে দেখা রাজকন্যা'।২৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাচ্ছে। এছাড়া সেন্সর ছাড়পত্র পেরিয়ে মুক্তির অপেক্ষায় আছে রায়হান রাফির ‘অমিমাংসিত’, প্রিন্স এ আর এর ‘ঈব্রাহিম’, সায়েম জাফর ইমামীর ‘রোমিও রংবাজ’, বাপ্পি খানের ‘সোলমেট’ এবং নবাগত মেধাবী নির্মাতা জাহিদ জুয়েলের সিনেমা ‘পিনিক’। শিমুল খান জানান অভিনয়ের পাশাপাশি তিনি খুব শিগরিই নিয়মিতভাবে চলচ্চিত্র নির্মাণ এবং সেলিব্রেটি শো উপস্থাপনা করতে যাচ্ছেন। তার জন্য শুভ কামনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল