
		ললিউড ইন্ডাস্ট্রিতে খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য বহুল পরিচিত পাকিস্তানি অভিনেতা ও পরিচালক শাহজাদ ভোলা মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর মৃত্যু হয়েছে তার।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তার মৃত্যুর কথা জানানো হয়েছে।
সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শাহজাদের মৃত্যুর কথা জানানো হলেও জানাজার নামাজের সময় সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ললিউড ইন্ডাস্ট্রিতে।
অভিনেতা শাহজাদ দীর্ঘদিন ধরেই একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। গত কয়েক বছর ধরে ডায়াবেটিসজনিত জটিলতার জন্য সাম্প্রতিক সময় শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। এ কারণে দুই মাস আগে একটি পা কেটে ফেলা হয়।
তারকার পরিবার থেকে জানানো হয়েছে, ফুসফুসের তীব্র সংক্রমণ এবং কিডনি বিকল হয়ে গিয়েছিল শাহজাদের। এ কারণে শারীরিক অবস্থা আরও অবনতি হয় তার।
উজ্জ্বল ক্যারিয়ারে অসংখ্য পাকিস্তানি সিনেমা ও টেলিভিশন নাটকে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন শাহজাদ। তার দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ দর্শকরা। অভিনয়ের পাশাপাথি একজন পরিচালক হিসেবে ক্যামেরার পেছনে নিজের স্থান তৈরি করে ছিলেন তিনি। কাজের মাধ্যমে স্থানীয় বিনোদন শিল্পে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এ অভিনেতা।
মন্তব্য করুন