
		মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো সরাসরি অংশ নিতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ২৬ বছর বয়সী মারিয়াম মোহাম্মদ।
ফ্যাশনের শিক্ষার্থী মারিয়াম মোহাম্মদ ‘নারীদের কণ্ঠস্বর’ হওয়ার স্বপ্ন দেখেন। কঠোর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে শত শত আবেদনকারীর মধ্য থেকে তিনি নির্বাচিত হয়েছেন বিশ্ব মঞ্চে আরব আমিরাতের প্রতিনিধিত্ব করার জন্য।
জন্মসূত্রে কসোভোর এই নাগরিক দীর্ঘদিন দুবাইয়ে বসবাস করার কারণে ইউএই-এর হয়ে অংশ নেওয়ার সুযোগ পান। মিস ইউনিভার্স ইউএই ২০২৫ এর মুকুট জয়ী মারিয়াম টেকসই ফ্যাশন ডিজাইন করেছেন, রমাদান আমান অ্যান্ড দ্য গিভিং ফ্যামিলি ইনিশিয়েটিভের মতো দাতব্য উদ্যোগে অংশগ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক নারী উদ্যোক্তা কর্মসূচিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করেছেন।
আগামী ২১ নভেম্বর ৭৪তম ‘মিস ইউনিভার্স’ আসরটি অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের পাক ক্রেত শহরে, যেখানে বিশ্বের প্রায় ১৩০টি দেশের সুন্দরীরা অংশগ্রহণ করবেন।
মরিয়ম বলেন, এই খেতাব অর্জন আমার জন্য ভাষায় প্রকাশের অতীত এক সম্মান। এটি শুধু আমার নয়- প্রতিটি স্বপ্নবাজ মানুষের প্রতিচ্ছবি, যারা আমিরাতকে নিজের ঘর মনে করে।
তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে। আমি এমন নারীদের কণ্ঠস্বর হতে চাই, যারা উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী এবং আত্মপ্রত্যয়ে ভরপুর। মিস ইউনিভার্স ইউএই শুধুই সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, এটি প্রভাব তৈরির একটি প্ল্যাটফর্ম।
মিস ইউনিভার্স ইউএই’র পরিচালক পপি ক্যাপেলা বলেছেন, মারিয়াম মোহাম্মদ বিজয়ী হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি আনন্দিত। ক্যাপেলা বলেন, মারিয়াম কেবল তার বাগ্মীতা ও দূরদর্শিতার মাধ্যমেই নয়, বরং সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য, ক্ষমতায়ন ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ উপস্থাপনের দক্ষতায় নিজেকে আলাদা করতে পেরেছেন।
উল্লেখ্য, এর আগে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করেছিলেন মডেল অ্যামিলিয়া ডোব্রেভা।
মন্তব্য করুন