মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কক্সবাজারের পানিতে নামলে শরীর চুলকায়: নায়লা নাঈম

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম

একসময়ের আলোচিত-সমালোচিত মডেল নায়লা নাঈম। বরাবরই সাহসী বক্তব্য ও খোলামেলা ভিডিও প্রকাশ করে আলোচনায় থাকেন তিনি।

বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রের আইটেম গানেও তাকে বেশ খোলামেলাভাবে উপস্থিত হতে দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা কম হয়নি। সামাজিক মাধ্যমেও বেশ খোলামেলা কথাই বলছেন আলোচিত এই মডেল। সম্প্রতি এক ফেসবুক পোস্টে জানালেন কক্সবাজারের সৈকতে নামলে তার শরীর চুলকায়।

নায়লা নাঈম বলেন, জীবনে এই পর্যন্ত কক্সবাজার ঘুরতে বা শুটিং এ কম করে হলেও ৫০ বার গিয়েছি। তার মধ্যে হাতে গোনা ৩-৪ বার মনে হয় আমি পানিতে নেমেছি। প্রথমত, অতিরিক্ত মানুষের ভিড়। দ্বিতীয়ত, পানিতে নামলেই কিছুক্ষণ পর শরীর চুলকানো শুরু হয়। কিন্তু দেশের বাইরে গেলে যে কোন বীচে নামার জন্য আমি সবসময় পাগল থাকি। বিচ গার্ল এট দ্যা বিচ।

নায়লা নাঈম তুমুলভাবে আলোচনায় আসেন ২০১৩ সালের শেষভাগে। সামাজিক মাধ্যমের আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন। কাজের পরিধি বাড়তে থাকে।

বিজ্ঞাপন, গানের মডেল নাটক—সমানভাবে চলতে থাকে। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করে শোবিজে অভিষেক ঘটে নায়লা নাঈমের। এরপর পোশাকের মডেল হিসেবে দীর্ঘ সময় কাজ করেন। তবে এখন ব্যস্ত চিকিৎসা পেশায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল