
		আওয়ামী অপশাসনের শিকার হওয়া বিশ্বের জনপ্রিয় ফটোগ্রাফার শহিদুল আলমকে নিয়ে কটাক্ষ করলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ফিলিস্তিনের দুর্ভিক্ষকবলিত গাজা অভিমুখে সুমুদ ফ্লোটিলায় যাত্রা করা মানবাধিকার কর্মীদের নিয়ে যেখানে পুরো বিশ্ববাসী প্রশংসায় ভাসাচ্ছে, সেখানে শহিদুল আলমকে নিয়ে ব্যঙ্গ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন এই অভিনেত্রী। এ নিয়ে নেট দুনিয়ায় চলছে তীব্র সমালোচনা; শাওনের এমন কর্মকাণ্ডে ক্ষুদ্ধ নেটিজেনরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফ্লোটিলায় যাত্রা করা শহিদুল আলমের কিছু ছবি পোস্ট করে শাওন লিখেছেন, ‘গাজার নৌকা পাহাড়তলী যায়, ও মীরাবাঈ গাজার নৌকা পাহাড়তলী যায়… এই গানটা কেন যে মাথায় ঘুরছে কে জানে!
তার নিচে আবার ব্যাঙ্গাত্মকভাবে লিখেছেন, গত কয়েকদিন ধরে ফ্লোটিলুল আলম সাহেবের আপডেট সামাজিক মাধ্যমে অনুসরণ এবং অনুধাবন করার চেষ্টা করছি। কিন্তু উনার ‘এই আছি এই নাই’ ধরনের কথা-বার্তা কিছুই বুঝে উঠতে পারছি না!
সারাজীবন রাজনীতি নিয়ে চুপ থাকা হুমায়ুনপত্নী মেহের আফরোজ শাওন হঠাৎ করে রাজনীতি নিয়ে কেন এতো সরব সেই প্রশ্ন নেটিজেনদের। বিশেষ শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগের পক্ষে সরব দেখা যায় তাকে। কার ইন্ধনে, নতুন কোন ষড়যন্ত্রের ফাঁদ পাতছেন কি না সে ব্যাপারে সতর্ক গোয়েন্দা বিভাগ।
মন্তব্য করুন