মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সড়ক দুর্ঘটনার কবলে বিজয় দেবারাকোন্ডা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম

দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে গোপনে আংটিবদল করেছেন বিজয় দেবেরাকোন্ডা। সে খবরের রেশ না কাটতেই এলো এই ভয়ানক খবর। এমন পরিস্থিতিতে অনুরাগীরা হতবাক হয়ে পড়েছিলেন। তবে সবশেষ খবরে জানা গেছে সব ঠিক ঠাকই আছে ।

জানা গেছে দক্ষিণী তারকা বিজয় দেবারাকোন্ডা সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় তিনি প্রথমবার নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা দেন। দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিজয়ের ক্ষতিগ্রস্ত গাড়ির বেহাল দশা দৃশ্যমান। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার উন্ডাবল্লির কাছে। এ সময় বিজয় তার পরিবারের সঙ্গে পুট্টাপার্থী থেকে ফিরছিলেন। ঘটনায় তিনি বা তার পরিবারের কেউ আহত হননি। বিজয় অক্ষত রয়েছেন জেনে স্বস্তি প্রকাশ করেছেন তার অনুরাগীরা।

বিজয়ও তাদের উদ্দেশ্যে নিজের আপডেট পোস্ট করেছেন। তিনি লিখেছেন, সব ঠিক আছে। গাড়ির ক্ষতি হয়েছে, তবে আমরা সবাই সুস্থ আছি। বাড়িতে ফিরেছি। মাথা ব্যথা, তবে বিরিয়ানি খেয়ে ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।

পুলিশের মতে, অভিনেতা বিজয় দেবেরকোন্ডা বিকেল ৩টার দিকে পুট্টাপার্থি থেকে হায়দ্রাবাদ যাচ্ছিলেন, ঠিক তখনই তার সামনের একটি বোলেরো গাড়ি হঠাৎ ডানদিকে ঘুরতে থাকে এবং তার গাড়ির বাম দিকে ধাক্কা দেয়। বিজয় এবং আরও দুইজন গাড়িতে ছিলেন। সৌভাগ্যক্রমে, কেউ আহত হননি। তিনি তাৎক্ষণিকভাবে আরেকটি গাড়ি খুঁজে পান এবং তার দল বীমার জন্য পুলিশে অভিযোগ দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল