
		জনপ্রিয় কার্টুন সিরিজ ‘দ্য সিম্পসন্স’ এর ভক্তদের জন্য দারুণ খবর! দীর্ঘ ২০ বছরের বিরতির পর হোমার, মার্জ, বার্ট, লিসা ও ম্যাগি ‘দ্য সিম্পসন্স মুভি’ এর সিক্যুয়েল নিয়ে বড় পর্দায় ফিরছে।ডিজনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ২০২৭ সালের ২৩ জুলাই সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল।
‘দ্য সিম্পসন্স মুভি’ এর সিক্যুয়েলটি মূলত একটি নামহীন মার্ভেল প্রজেক্টের স্থানে স্থান করে নিয়েছে, যা স্টুডিওর মুক্তির তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ডিজনির মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ (ডিসেম্বর ১৮, ২০২৬) এবং ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’ (ডিসেম্বর ১৭, ২০২৭) এর মাঝে আর কোনো নতুন কমিক বই ভিত্তিক চলচ্চিত্র মুক্তি পাচ্ছে না।
যদিও ডিজনি এখনও সিকুয়েলের প্লট নিয়ে কোনো তথ্য নিশ্চিত করেনি, তবে তারা ইনস্টাগ্রামে সিনেমার একটি পোস্টার শেয়ার করেছে। পোস্টারে স্বাক্ষরযুক্ত গোলাপি ডোনাট দেখা যাচ্ছে এবং সাথে ট্যাগলাইন দেওয়া হয়েছে: ‘হোমার ইজ কামিং ব্যাক ফর সেকেন্ডস’ ।
প্রথম ফিচার ফিল্ম ‘দ্য সিম্পসন্স মুভি’ মুক্তি পেয়েছিল ২০০৭ সালের জুলাই মাসে।
মন্তব্য করুন