
		ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। বিয়ের গুঞ্জন, প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী।
এবার নতুন সিনেমায় নাম লেখালেন মিষ্টি জান্নাত। সিনেমার নাম ‘বিবর’। পরিচালনা করছেন সায়মন তারিক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। মিষ্টি জান্নাত জানান, সিনেমাটির কাজ শিগগিরই শুরু হবে। শুধু তাই নয়, আরও তিনটি সিনেমার শুটিংও খুব দ্রুত শুরু করবেন তিনি।
মাঝে বাবাকে হারিয়েছেন এ নায়িকা। এ কারণে বেশ কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন। এখন আবার নতুন উদ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় তার। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় মিষ্টি জান্নাত।
মন্তব্য করুন