
		সাম্প্রতিক সময়ে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে কোরিয়ান ফ্যান্টাসি রোমান্টিক-কমেডি সিরিজ ‘জিনি, মেক আ উইশ’। হাজার বছর ঘুমন্ত থাকার পর জেগে ওঠে এক জিন। তার দেখা হয় সুন্দরী তরুণী কা-ইয়ংয়ের সঙ্গে। এরপর বদলে যায় দুজনের জীবনের গল্প। অভিনয়ে আছেন কিম উ-বিন, বে সুজি, আন ইউন-জিন প্রমুখ।
কিন্তু সিরিজটা প্রকাশের পর থেকে মুসলিম বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছে। সিরিজটির নায়ক চরিত্রের নাম ‘Iblis’, যা ইসলামে শয়তানের প্রতীক হিসেবে পরিচিত। মুসলিম দর্শকদের অভিযোগ, ধর্মীয় বিশ্বাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
এই বিতর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে #CancelGenie এবং #BoycottNetflix হ্যাশট্যাগে বয়কট আন্দোলন। অনেক মুসলিমপ্রধান দেশের দর্শক নেটফ্লিক্স থেকে সিরিজটি সরানোর দাবি তুলেছেন। তাদের অভিযোগ, “Iblis” নামটি রোমান্টিক বা নায়কোচিত চরিত্রে ব্যবহার করা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
তবে সিরিজটির নির্মাতারা বলেছেন, পুরো গল্পটি দেখলে ভুল ধারণা কেটে যাবে। তাদের দাবি, চরিত্রটির নাম ব্যবহার করা হয়েছে প্রতীকী অর্থে, ধর্মকে বিদ্রূপ করার জন্য নয়।
ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতা উপেক্ষার অভিযোগে বর্তমানে কঠিন চাপে রয়েছে নেটফ্লিক্স। আন্তর্জাতিক সমালোচনার মুখেও এখনো সিরিজটি সরায়নি প্রতিষ্ঠানটি। তবে বিতর্ক ঘিরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সিরিজটির নির্মাতারা।
                    
মন্তব্য করুন