মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আবারও মা হতে চলেছেন ভারতী সিং

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০১:৫৯ পিএম

ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং জানালেন জীবনের এক নতুন অধ্যায়ের খবর। হাসির রানি এবার সত্যিই আনন্দে ভাসছেন।

দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। সোশাল মিডিয়ায় সোমবার (৬ অক্টোবর) নিজেই পোস্ট করে জানিয়েছেন তার দ্বিতীয়বার মাতৃত্বের কথা। এদিন স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে পাহাড়ের কোলে তোলা একটি ছবি পোস্ট করে ভারতী জানান যে, তাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে।

ভারতী আরও জানিয়েছেন যে, তিনি আড়াই মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু তার ওজন বেশি হওয়ার কারণেই তা টের পাননি বলে জানান। সেই অবস্থাতেই তাই তিনি শুটিং ফ্লোরে গিয়েছেন। ঘর ও বাইরে দুটোই সমানতালে সামলেছেন। মঞ্চে পারফর্মও করেছেন। হঠাৎই একদিন তার মনে হয়েছিল একবার পরীক্ষা করে দেখে নেওয়া যাক। আর তা করার পরই দেখলেন পজিটিভ এল। তিনি সঙ্গে সঙ্গে এই খবর তার হাসবেন্ড হর্ষকে জানিয়েছেন। এটি তাদের জন্য অত্যন্ত আনন্দের একটা খবর। তাদের মনে হয়েছে যে দ্বিতীয় সন্তান নেওয়ার এটাই সঠিক সময়।

উল্লেখ্য, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতী ও হর্ষ। ২০২২ সালে কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান লক্ষ্য। যাকে আদর করে তারা ডাকেন গোলা। কিছুদিন আগেই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে গোলার তৃতীয় জন্মদিন উদযাপন করেছিলেন তারকা দম্পতি। আর এবার দ্বিতীয় সন্তান আগমনের সুখবর দিলেন তারা।

বলিউডে কৌতুকাভিনেত্রীদের মধ্যে অন্যতম ভারতী সিং। কমিক টাইমিংয়ের জোরে দর্শকের মনে পাকাপাকি জায়গা করেছেন তিনি। এখন এক ডাকে ভারতীকে চেনেন সবাই। মুম্বইয়ের বেশকিছু সংবাদমাধ্যমের দাবি, ভারতীর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২৩ কোটি টাকা। ভারতী সিং-এর আয় প্রতি মাসে প্রায় ২৫ লক্ষ টাকা। জানা গিয়েছে, তিনি প্রতি বছর ৩ কোটি টাকা আয় করেন। সস্প্রতি শেষ হয়েছে ভারতীর সঞ্চালনার জনপ্রিয় শো ‘লাফটার শেফ ২’। তাঁর অনবদ্য কৌতুকের মাধ্যমে অনুষ্ঠানটিকে মাতিয়ে রাখেন ভারতী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল