মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আরশ-মাহিকে এক ছাতায় আনলেন ইশতিয়াক আহমেদ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পিএম

সময়ের জনপ্রিয় দুই তারকা আরশ খান ও সামিরা খান মাহি এবার জুটিবদ্ধ হলেন ‘মন খারাপের দিনে’ নাটকে। মহল্লার প্রেম, ঘৃণার পাশাপাশি সামাজিক সমস্যার গল্প নিয়ে নির্মিত নাটকটি দেখা যাবে আগামী ৯ অক্টোবর।

আশা মাল্টিমিডিয়া নিবেদিত নাটকটির গল্প, চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক আহমেদ পরিচালনাও করেছেন তিনি।

‘মন খারাপের দিনে’ নাটকের কাহিনী গড়ে উঠেছে অরণী নামের এক মেয়েকে ঘিরে, যাকে এলাকার বখাটে ছেলে তারিকুল উত্ত্যক্ত করে। অরণীর কাছে যাওয়ার তারিকুলের সব চেষ্টা ব্যর্থ হয়, কারণ অরণী তাকে মোটেও পাত্তা দেয় না। তবে অরণী এক দ্বিমুখী সমস্যায় ভোগে সে একদিকে তারিকুলকে থামাতে পারে না, আবার অন্যদিকে বাবার কাছেও বিষয়টি বলতে পারে না। প্রেম ও ঘৃণার এমন টানাপোড়েনের গল্পই উঠে আসবে এই নাটকে।

নির্মাতা ইশতিয়াক আহমেদ নাটকটি সম্পর্কে বলেন- আমি সবসময় সময়ের গল্প বলতে চেয়েছি, আমরা যে সময়ে বাস করি সেখানে অসংখ্য গল্প থাকে, সেখানকারই একটি গল্প ‘মন খারাপের দিনে’। আশা করি নাটকটি দেখে কেউ নিরাশ হবেন না।

নাটকটি নিয়ে আশাবাদী প্রযোজনা প্রতিষ্ঠান আশা মাল্টিমিডিয়ার কর্ণধার আকাশ রহমান। তিনি বলেন- আমরা এটিভি ইউএসএ-এর মাধ্যমে বাংলা নাটককে আমেরিকা-সহ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। সেই লক্ষ্যেই আমাদের এই যাত্রা শুরু। আরশ খান ও সামিরা খান মাহি ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন রওনক রিপন, খলিলুর রহমান কাদেরী, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, রাজু আহসান, জ্যাক সজল সহ আরো অনেকে।

নাটকটির জন একটি গানও তৈরি করা হয়েছে। গানটির কথাও লিখেছেন নির্মাতা নিজেই। এতে সুর ও কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান, সংগীতায়োজন করেছেন তাসনুভ।

আগামীকাল (৯ অক্টোবর) এটিভি ইউএসএ এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে নাটকটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল