
		ভারতের জনপ্রিয় অভিনেতা দেব। টলিউডে দু-দশক পার করে দর্শকমনে গ্রহণযোগ্যতার বেশ শক্তপোক্ত একটা স্থান তৈরি করে নিয়েছেন তিনি। নিজের কঠোর পরিশ্রম ও অভিনয় দক্ষতায় হয়ে উঠেছেন সুপারস্টার। এ বছর দুর্গাপূজায় মুক্তি পায় দেব অভিনীত সিনেমা ‘রঘু ডাকাত’। আর এবারও দর্শকদের সমর্থনে তিনি এগিয়ে আছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পূজায় সিনেমা মুক্তির লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে থেকেছে দেবের ছবি। ইতোমধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্তবীজ ২-কে পেছনে ফেলে সামনের সারিতে আছেন দেব।
যদিও ছবিটির অফিসিয়াল আয়ের পরিসংখ্যান প্রযোজনা সংস্থা এখনো প্রকাশ করেনি, তবে সম্প্রতি এক টুইটে এসভিএফ ফিল্মসের অন্যতম প্রযোজক মহেন্দ্র সোনি নিশ্চিত করেছেন, ছবিটি ১০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে। এই ছবির যৌথ প্রযোজকও তিনি।
অন্যদিকে, স্যানক্লিকের পরিসংখ্যান অনুসারে জানা যায়, 'রঘু ডাকাত' মাত্র ১২ দিনে ভারতের বক্স অফিসে মোট ৭ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। মাল্টিপ্লেক্স আয়ের ক্ষেত্রে দেবের 'রঘু ডাকাত' ও 'রক্তবীজ ২' একে অপরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করলেও, সিঙ্গল স্ক্রিনে অনেকখানি এগিয়ে রয়েছে দেব অভিনীত ছবিটি।
দেবের আগের দুই মুক্তিপ্রাপ্ত ছবি 'খাদান' এবং 'ধূমকেতু' বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। এবার 'রঘু ডাকাত'-এর মাধ্যমে 'দেব সুনামি'-র অপেক্ষা। যদি এই ছবিটি ২৫ কোটির গণ্ডি পেরোতে পারে, তবে তা হবে দেবের ক্যারিয়ারের জন্য একটি বিরাট অর্জন।
মন্তব্য করুন