
		বহুদিন ধরে নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবি জানিয়ে আসছেন এই জেলার মানুষ। এ নিয়ে বিভিন্ন উপজেলায় বিক্ষোভ সমাবেশ আর সড়ক ব্লকেড কর্মসূচিও পালন করছে তারা। চলমান এ আন্দোলনে এবার সংহতি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।
নাটকপ্রেমীদের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালের ‘কাবিলা’ চরিত্রে পরিচিত এ অভিনেতা সামাজিক মাধ্যমে সরব হয়ে দাবি তুলেছেন ‘নোয়াখালী বিভাগ চাই’। বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পলাশ লেখেন, “নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।”
তার এ অবস্থান মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অসংখ্য ভক্ত, বিশেষ করে নোয়াখালীবাসীরা পোস্টের নিচে মন্তব্য করে তাকে সাধুবাদ জানায় এবং বিভাগ গঠনের দাবিতে নিজেদের সমর্থন ব্যক্ত করে।
পলাশের জন্ম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে। সাংস্কৃতিক অঙ্গনের সক্রিয় এই মুখ শুধু অভিনয়েই নয়, কাজ করছেন পরিচালনায়ও। এরই মধ্যে তিনি একক ও ধারাবাহিক মিলিয়ে প্রায় ৮০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। ওটিটি প্ল্যাটফর্মেও তার উপস্থিতি চোখে পড়ার মতো।
মন্তব্য করুন