মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

‘সোলজার’-এর জন্য কলকাতার ‘ভালোবাসার মরশুম’ ছাড়লেন তিশা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:২৯ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের ছবিতে অভিনয় করবেন তানজিন তিশা, খবরটা বেশ আগেই শোনা গিয়েছিল। এম এন রাজের ‘ভালোবাসার মরশুম’ নামের সেই ছবিতে তার বিপরীতে ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন যোশির অভিনয়ের কথা ছিল। কিন্তু তা আর হয়ে উঠছেনা।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রযোজনা দলের একজন সদস্য জানালেন, তানজিন তিশা ভারতের ভিসা পেতে সমস্যায় পড়েছেন। আর সে কারণেই শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না তার। ফলে পরিচালক এবং টিম তার পরিবর্তে নতুন অভিনেত্রী নির্বাচন করেছেন। তিশার জায়গায় এখন কাজ করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা, যিনি সম্প্রতি সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনেও আলোচনায় ছিলেন।

চুক্তি হলেও মুখ খুলছিলেন না তিশা। সিনেমার ঘোষণা আসার পরও তানজিন তিশা ছিলেন একেবারে চুপচাপ। আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি।

তবে সম্প্রতি চলচ্চিত্র থেকে বাদ পড়েছেন এমনটা বলাবলি হলেও তিশা বলছেন ভিন্ন কথা। জানালেন, বাংলাদেশের ‘সোলজার’ সিনেমার জন্য কলকাতার ‘ভালোবাসার মরশুম’ সিনেমা ছেড়ে দিতে হয়েছে তাকে।

তিশা বলেন, “এটা সত্য, ভিসার একটা জটিলতা ছিল। কিন্তু ‘সোলজার’ এবং ‘ভালোবাসার মরশুম’ সিনেমার শিডিউল একসাথে পড়ে যাওয়ায় পরে আমি আর ভারতীয় ভিসা পাওয়ার চেষ্টাই করিনি। কারণ, আমি বাংলাদেশের মেয়ে। আমার কাছে আগে বাংলাদেশ।”

এর আগে একাধিকবার শাকিব খানের বিপরীতে তানজিন তিশার চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা শোনা গেলেও সেগুলো ছিল গুঞ্জন কিংবা ব্যাটে-বলে টাইমিং না হওয়া!

‘ভালোবাসার মরশুম’ অনিশ্চিত হয়ে গেলেও তানজিন তিশা এখন নতুন পথচলায় ব্যস্ত। তিনি যুক্ত হয়েছেন দেশসেরা নায়ক শাকিব খানের বিপরীতে নতুন সিনেমা ‘সোলজার’-এ। সব ঠিক থাকলে এ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় তার অভিষেক হবে। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ, যার এটি প্রথম পরিচালনা। এরই মধ্যে শুটিং শুরু হয়েছে এবং আগামী সপ্তাহেই তিশা এতে অংশ নেবেন। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল