মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বডি শেমিং ও এআই বিকৃতি নিয়ে ওমর সানীর ক্ষোভ!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০২:৪১ পিএম

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জুটি ওমর সানী ও মৌসুমী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বডি শেমিংয়ের শিকার হয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনায় চিত্রনায়ক ওমর সানী।

ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় নেতিবাচকভাবে উপস্থাপন হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়েন ওমর সানী। তিনি জানান, কিছু মানুষ গোপনে তাদের ছবি তুলে তাতে এআই ব্যবহার করে ভিন্নভাবে উপস্থাপন করছেন।

বুধবার (৯অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে ২ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। সেখানে ক্ষুব্ধ সানী বলেন, “কী দেখছেন, এটা এআই না! এআই দিয়ে মার্ভেলাসতো অনেক কিছুই করা যায়। কিন্তু কিছু ফকিন্নির বাচ্চা এআই ব্যবহার করে আমাকে আর মৌসুমীকে বিক্রি করছে। তিলকে তাল বানাচ্ছে।”

ওমর সানী আরও বলেন,“আমার মনে হয় এই ফকিন্নির বাচ্চারা অনেক অভাবের মধ্যে আছে। শুক্রবার আল্লাহ বাঁচিয়ে রাখলে অরঙ্গবাদে থাকব, লাগলে চলে আসবেন—আতিথেয়তা করে দেবো!”

এআই প্রযুক্তির অপব্যবহার ও বডি শেমিংয়ের শিকার হওয়ায় ক্ষোভে অভিনেতা বলেন,“এআই কী জিনিস, ভাইরাল কী জিনিস বুঝিয়ে দেবো! তোরা তো কুত্তা-বিল্লাইয়ের মতো ভাইরাল হওয়ার চেষ্টা করছিস!”

শেষে খান আতাউর রহমানের বিখ্যাত ছবির নাম টেনে তিনি বলেন,“মানিকগঞ্জের মহাতারকা খান আতাউর রহমান একটা ছবি বানিয়েছিলেন—‘আবার তোরা মানুষ হ’। আমি ওইটাই দোয়া করি তোমাদের জন্য।”

নেটিজেনদের অনেকেই তার ক্ষোভকে যৌক্তিক বলছেন। তাদের ভাষায়, “যেখানে এআই দিয়ে মানুষের চরিত্র বিকৃত করা হয়, সেখানে সানীর রাগ হওয়াই স্বাভাবিক।”

প্রসঙ্গত, ঢালিউডের জনপ্রিয় এ তারকা জুটি ১৯৯৬ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে ফারদিন এহসান স্বাধীন নামের এক ছেলে ও ফাইজা নামের এক মেয়ে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল