মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

অমিতাভ বচ্চনের জন্মদিনে ঐশ্বরিয়ার বার্তা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১২:১৫ পিএম

বহুদিন ধরেই বলিউডের প্রথম সারির তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে রয়েছে। তবে দুই তারকার কেউই এ নিয়ে কিছু বলেননি। আর এবার বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিনে ফের আলোচনায় দুই তারকা।

কারণ কিংবদন্তি অভিনেতার জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানিয়েছেন ঐশ্বরিয়া রাই। ঐশ্বরিয়া রাই অমিতাভ বচ্চনের একটি পুরোনো ছবি শেয়ার করেছেন তার জন্মদিনে।

শনিবার (১১ অক্টোবর) ইনস্টাগ্রামে অভিনেত্রী যে ছবিটি শেয়ার করেন সেটায় দেখা যায়, অমিতাভ বচ্চন কাঁধে ছোট্ট আরাধ্যা বচ্চনকে নিয়ে সেলফি তুলছেন। বিগ বি-র মাথায় আছে একটি ছোট্ট মুকুট, মুখে উজ্জ্বল হাসি। ছবির সঙ্গে ঐশ্বরিয়া লিখেছেন, হ্যাপি বার্থডে ডিয়ারেস্ট পা-দাদাজি। ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদ থাকুক সর্বদা।

অনুরাগীরা অভিষেক-ঐশ্বরিয়ার বিষয়টা তুলেও মন্তব্যও করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘এটারই অপেক্ষায় ছিলাম- আশা করি সব অন্ধকার কেটে যাবে বচ্চন-অ্যাশের।’

প্রসঙ্গত, বচ্চন-ঐশ্বরিয়ার সমীকরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে কয়েক মাস ধরে। নেপথ্যে নাকি রয়েছেন শ্বেতা। শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চন তার বাংলো শ্বেতার নামে লিখে দেওয়ার পর থেকেই শুরু যত সমস্যা।

এখন আর মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে একই বাড়িতে থাকেন না তারা। নিজের ফ্ল্যাটে আলাদা থাকেন। তবে এখনও পর্যন্ত বিচ্ছেদ প্রসঙ্গে কেউ কোনও মন্তব্য করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল