মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

প্রকাশ পেল ‘দে দে পেয়ার দে ২’ এর ফার্স্ট লুক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০১:২৮ পিএম
দে দে পেয়ার দে ২
দে দে পেয়ার দে ২

নির্মাতারা একটি মোশন পোস্টারের মাধ্যমে ‘দে দে পেয়ার দে ২’ এর প্রথম ঝলক উন্মোচন করেছেন, যা আনুষ্ঠানিকভাবে আসন্ন উন্মাদনার সূচনা করল। অজয় দেবগন, রাকুল প্রীত সিং এর পাশাপাশি জাভেদ জাফরিকে নিয়ে তৈরি এই সিক্যুয়েলে আরও বিনোদন ও পাগলামির প্রতিশ্রুতি রয়েছে। কারণ এই বহু প্রতীক্ষিত ছবিতে নতুন করে যোগ দিচ্ছেন আর. মাধবন, মিজান জাফরি, গৌতমী কাপুর এবং ঈশিতা দত্ত।

এবার আশিস সোজা আয়েশার পৈতৃক বাড়িতে ঢুকতে চলেছেন! তাদের বয়সের ফারাক নিয়ে তৈরি রোম্যান্স কি সবার মন জয় করতে পারবে, নাকি ঝামেলা তৈরি করবে? তবে একটা জিনিস নিশ্চিত এই যাত্রাটা অন্যরকম বিনোদনমূলক হতে চলেছে।

কারণ আশিস যখন আয়েশার পরিবারের সঙ্গে দেখা করবেন, তখন ‘পেয়ার’ বা ভালোবাসা সঙ্গে করে একরাশ নাটক নিয়ে আসতে চলেছে! হৃদয়, হাস্যরস এবং প্রচুর পারিবারিক পাগলামিতে ভরা এই সিক্যুয়েলটি সব ধরনের দর্শকের জন্য হাসির রোল তোলা রাইডের প্রতিশ্রুতি দিচ্ছে।

অংশুল শর্মা পরিচালিত সিক্যুয়েলটি লিখেছেন তরুণ জৈন ও লব রঞ্জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল