মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আসছে ‘বাহুবলী থ্রি’, থাকছে নতুন চমক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০২:৪৫ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পিএম

দশ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে ভারতীয় সিনেমার ইতিহাস গড়া সিনেমা ‘বাহুবলী’। তবে ভক্তদের ধারণার মতো নতুন কিস্তি নয়, এবার প্রযোজক এবং পরিচালক এস. এস. রাজামৌলি উপহার দিচ্ছেন আগের দুই ছবির একত্রিত ও উন্নত সংস্করণ।

প্রযোজক শোবু ইয়ারালাগাড্ডা জানিয়েছেন, এই বিশেষ সংস্করণ তৈরি করা হচ্ছে সিরিজটির ১০ বছরপূর্তি উপলক্ষে। এতে একসঙ্গে দেখানো হবে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (২০১৫) এবং ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (২০১৭)—এক ধারাবাহিক সিনেমা হিসেবে।

নতুন সংস্করণটির মোট দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট, যেখানে প্রথমার্ধে দেখানো হবে প্রথম ছবির গল্প, বিরতির পর চলবে দ্বিতীয় কিস্তির কাহিনি।

প্রযোজক বলেন, ‘দুই ছবিকে একসঙ্গে দেখা যাবে, কিন্তু গল্পের প্রবাহ বা আবেগের ওঠানামা আগের মতোই থাকবে।’

শুধু তাই নয়, নতুন সংস্করণে থাকছে কিছু অদেখা দৃশ্য, যা মূলত পূর্বের সংস্করণে বাদ পড়েছিল। রাজামৌলি শুটিংয়ের সময় প্রায় ১১ ঘণ্টার ফুটেজ ধারণ করেছিলেন, যার অনেকটাই এডিটিংয়ের সময় কেটে ফেলা হয়েছিল। এবার সেই ফুটেজের কিছু অংশ নতুন সংস্করণে যুক্ত করা হয়েছে।

যদিও ‘বাহুবলী থ্রি’ নামে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, প্রযোজকের ভাষ্যে স্পষ্ট, ‘এটি তৃতীয় পর্ব নয়, বরং বাহুবলীর জগতকে নতুনভাবে উপস্থাপন করার সূচনা। ভবিষ্যতে গল্প আরও এগোতে পারে।’

স্মরণযোগ্য, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম পর্ব ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়, এবং ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিক্যুয়েল বিশ্বজুড়ে ১,৮০০ কোটি রুপি আয় করে রেকর্ড গড়ে।

এতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগগুবাতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রম্যা কৃষ্ণন, সত্যরাজ ও নাসির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল