মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

অনসাম্বল থিয়েটারের ‘আই কান্ট ব্রিদ' নাটকের সপ্তম মঞ্চায়ন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পিএম

রাজধানীতে ময়মনসিংহের অনসাম্বল থিয়েটারের প্রযোজনা `আই কান্ট ব্রিদ' নাটকের সপ্তম প্রদর্শনী হলো শনিবার (১১ অক্টোবর)। এদিন সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হয়। অনসাম্বল থিয়েটারের ৪৬তম প্রযোজনা ‘আই কান্ট ব্রিদ’।

তমাল শেখর দে’র ছায়া কবিতা অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন জুয়েল কবির। নাটকে একক অভিনয় করেন আবুল মনসুর। নাটকের সেট ও কস্টিউম রিবন খন্দকার, মিউজিক এ বিএম তানভীর আলম সজিব, আলো পলক ইসলাম, মেকাপ শুভাশিস দত্ত তন্ময়। নাটকের শিল্প নির্দেশনায় ড. আইরিন পারভীন লোপা।

‘আই কান্ট ব্রিদ’ নাটকে তুলে ধরা হয়েছে সমকালীন নানা বিষয়। বিশেষ করে নাটকে নিপীড়িত মানুষের নিঃশ্বাসরুদ্ধ বাস্তবতার এক প্রতিচ্ছবি ফুটে উঠেছে। নাটকে অভিনেতা, নির্দেশক, সংগঠক মো. আবুল মনসুরের একক অভিনয়ে প্রযোজনাটি হয়ে উঠেছে সময়ের প্রতিবাদী উচ্চারণ।

জীবনের চরম সত্য এবং জীবনের উপলব্ধী যৌক্তিভাবে শিল্পের মাধ্যমে তুলে ধরাই শিল্পীর কাজ। সেই কাজটি করেছেন এই প্রযোজনা সংশ্লিষ্টরা। এর গল্প, কাহিনী বিন্যাস, সংলাপ এবং শিল্পীর অভিনয় গুণে নাটকটি অত্যন্ত সমৃদ্ধ। নাটকটি দেখার পর দর্শকরা বলেছেন এই নাটক নয়, যেন নিঃশ্বাস নিতে না-পারা মানুষের জীবন্ত চিৎকার! নাটকটি আমাদের জীবনের আয়না। এমন সময়োপযোগী ও হৃদয়স্পর্শী প্রযোজনাটি সমাজের সামনে তুলে ধরার কথা বলেছেন অনেকেই ।

প্রযোজনায় প্রতীকী ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে সমকালীন সমাজের বৈষম্য, দুর্নীতি, অন্যায় ও মানসিক দমবন্ধ বাস্তবতা। বিশেষ করে আলো, শব্দ, সংগীত ও একক অভিনয়ের শক্তিশালী মেলবন্ধনে মঞ্চে জীবন্ত হয়ে ওঠে নিপীড়িত মানুষের যন্ত্রণা ও প্রতিবাদের আবেগঘন চিত্র। নাটকে যেন নিঃশ্বাস নিতে না-পারা মানুষের জীবন্ত চিৎকার; আমাদেরই সময়ের নির্মম আয়না।

জানা যায় প্রথম মঞ্চায়নের পর থেকেই নাট্য প্রযোজনাটি আলোচনায়। নাট্যদলটির পক্ষ থেকে জানানো হয়, ‘আই ক্যান্ট ব্রিদ’ নাটকটি কেবল রাজধানী বা বড় শহরের পাশাপাশি দেশের প্রতিটি জেলা শিল্পকলা একাডেমিতে ধারাবাহিকভাবে মঞ্চায়ন করা হবে। এ লক্ষ্যে সাংস্কৃতিক অনুরাগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছে দলটি

প্রায় দুই দশকের শিল্প যাত্রায় ৪৮টি প্রযোজনা নাটক মঞ্চে এনেছে অনসাম্বল। প্রতিবাদ, সত্য উচ্চারণ ও সংস্কৃতির মুক্তি-এই তিন ভিত্তিতেই দলের প্রায় প্রতিটি প্রযোজনা গড়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় ‘আই ক্যান্ট ব্রিদ’ সময়ের এক প্রতিবাদী উচ্চারণ হয়ে উঠেছে। চলতি বছরের ৩০ এপ্রিল জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল