মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড' পেলেন হানিয়া আমির

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১১:১৯ এএম

পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার 'হাম অ্যাওয়ার্ডস'-এর মঞ্চে জিতে নিলেন 'গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড'। এই বিশেষ সম্মাননা হাতে পাওয়ার পর মঞ্চে এসে তিনি পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই আবেগঘন মুহূর্তের ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

জমকালো 'দশম হাম অ্যাওয়ার্ডস'-এর মঞ্চে নীল রঙের ঝলমলে পোশাকে উজ্জ্বল উপস্থিতি ছিল হানিয়া আমিরের। পুরস্কার হাতে নিয়ে হানিয়া আমির তার চিরাচরিত স্বভাবসুলভ হাসিতে সবার আগে আসসালামু আলাইকুম বলে সবাইকে শুভেচ্ছা জানান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। যখনই আমি মঞ্চে আসি, কী বলবো কোনো ধারণাই থাকে না। কিন্তু অনেক ধন্যবাদ।‘

এরপর তিনি তার কাছের মানুষ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি আমার পরিবার, বন্ধুদের ধন্যবাদ দিতে চাই যারা আমার পরিবারের মতোই। আর আমার ভক্তরা, যারা অবিশ্বাস্য ও পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ, তারাও আমার পরিবারের মতো। অনেক ধন্যবাদ।

'হাম অ্যাওয়ার্ডস' পাকিস্তানি বিনোদন জগতের অন্যতম সম্মানজনক আয়োজন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কাজের মাধ্যমে যারা বিশেষ খ্যাতি অর্জন করেন, তাদের এই 'গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড' দেওয়া হয়। হানিয়া আমির তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন। তার সাম্প্রতিক এই অর্জন ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল