
		জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনয় করছেন নতুন সিনেমা ‘শিকড়’-এ, যার শুটিং শুরু হয়েছে ভারতের বীরভূম জেলার মোহনপুর ও বেলাপুর এলাকায়। ছবিটি পরিচালনা করছেন কলকাতার নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা ব্রাত্য বসু।
সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প— ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’— অবলম্বনে নির্মিত হচ্ছে ‘শিকড়’। সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছে এক বাবা ও ছেলের আবেগঘন সম্পর্কের গল্প।
চঞ্চল চৌধুরী ছবিতে অভিনয় করছেন একজন ডিমেনশিয়া আক্রান্ত বৃদ্ধ বাবার চরিত্রে, যিনি ধীরে ধীরে নিজের অতীত ও প্রিয়জনদের ভুলে যাচ্ছেন। চরিত্রটি তাঁর নিজের জীবনের সঙ্গে গভীরভাবে মিলে যায় বলেই এতে অভিনয়ের আগ্রহ জন্মেছে বলে জানিয়েছেন চঞ্চল। কারণ তাঁর নিজের বাবাও জীবনের শেষ সময়ে একই রোগে ভুগেছিলেন।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস, লোকনাথ দেসহ ভারতের ও বাংলাদেশের বেশ কয়েকজন অভিনয়শিল্পী। শুটিং সেটে প্রখর গরমেও টিমের সবাই নিষ্ঠা ও উদ্যম নিয়ে কাজ করছেন বলে জানা গেছে।
পরিচালক ব্রাত্য বসু বলেন, “শিকড় শুধু এক পরিবারের গল্প নয়; এটি মানুষের স্মৃতি, সম্পর্ক আর আত্মপরিচয়ের গভীর অনুসন্ধান।”
এটি প্রযোজনা করেছেন ফিরদৌসুল হাসান। সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। আগামী বছর মার্চে সিনেমাটি মুক্তির পরিকল্পনা আছে বলে জানান নির্মাতা ব্রাত্য বসু।
মন্তব্য করুন